বাংলার ছেলে ঈশাণ পোড়েলের আইপিএল অভিষেক। ফাইল ছবি।অবশেষে অপেক্ষার অবসান ঘটল। দীর্ঘ প্রতীক্ষার ফল পেল বাংলার তরুণ ও দুরন্ত পেস বোলার ঈশাণ পোড়েল (Ishan Porel)। অতীতে পঞ্জাব কিংস দলে সুযোগ পেয়েছিলেন বাংলার ঈশাণ পোড়েল। পঞ্জাব দলে দু'বছর থাকলেও প্রথম বছর একটি ম্যাচেও সুযোগ হয়নি তাঁর। তবে অপেক্ষা ও দীর্ঘ লক্ষ্য এবার ঈশাণের অন্যতম স্বপ্ন পূরণ করল আইপিএলের মঞ্চে। পঞ্জাব কিংসের হয়ে লোকেশ রাহুলদের দলে একাদশে সুযোগ হল চন্দনগরের পেস বোলারের।
পঞ্জাব কিংস দলে নিজের দৃঢ়তা দেখিয়েছেন ঈশাণ। একই সঙ্গে অনিল কুম্বলের তত্ত্বাবধানে ভাল পারফরম্যান্সও দেখিয়েছিলেন। সেই ফলই এবার ২২ গজে। পঞ্জাবের হয়ে আইপিএলে বাংলাকে গর্বিত করল চন্দনগরের ঈশাণ।
দেশের মাটিতে প্রথম লেগে সুযোগ হয়নি ঈশাণের। গত আইপিএলেও সুযোগ পাবেন ভেবে আশাপূরণ হয়নি। বেশ কিছুবার ভারতীয় এ দলের হয়ে খেলেছেন। ভারতীয় দলের হয়ে নেট বোলার হিসাবে বিভিন্ন ট্যুর করেছেন বাংলার এই প্রতিভাবান ক্রিকেটার। তবে এবার সরাসরি আইপিএলের মঞ্চে একাদশে নামলেন চন্দননগরের ঈশাণ পোড়েল। বাংলার জন্য এটা অন্যতম সুখবর।
THIS FEELING! ❤️
— Punjab Kings (@PunjabKingsIPL) September 21, 2021
Go well, lads! 💪#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvRR https://t.co/x0n40FcTwO
২০১৯ মরশুমে বাংলার হয়ে রনজি ট্রফি ও ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছিলেন ঈশাণ। বিশেষ করে বল হাতে প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। বাংলা পৌঁছে গিয়েছিল রনজি ট্রফির ফাইনালে। অন্যতম মূল কাণ্ডারি ছিলেন ঈশাণই। এবার সরাসরি আইপিএলে অভিষেক হল তাঁর।
ঈশাণ পোরেল আজ রাতে পাঞ্জাব কিংসের হয়ে সুযোগ পাচ্ছেন। কখনও না হওয়ার চেয়ে দেরি করেই এল এই সুযোগ। সাম্প্রতিক অতীতে তিনি বল নিয়ে কাজ সম্পন্ন করে একজন গুণী ফাস্ট বোলার হয়ে উঠেছেন।
De'𝖇𝖊𝖆𝖚𝖙'ants! 😍
— Punjab Kings (@PunjabKingsIPL) September 21, 2021
Wish them best of luck with a ❤️ below! #SaddaPunjab #IPL2021 #PunjabKings @AidzMarkram @ishan_ip55 pic.twitter.com/squ6gMh1PH
তিনি এই বছরের শুরুতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন বাংলার হয়ে। ঈশাণের লক্ষ্য ছিল ভারতীয় দলে খেলা। এই আইপিএলের মঞ্চই এবার ঈশাণকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে।