Bula Chowdhury On Mamata Banerjee: মমতা 'প্রেম' করতে বারণ করেছিলেন? বুলা চৌধুরী মুখ খুললেন...

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাবি নসাৎ করে দিলেন সাঁতারু বুলা চৌধুরী। শনিবার সিএবি আয়োজিত রিচা ঘোষের সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাক্তন সাঁতারু তাঁর কাছে অর্জুন পুরস্কারের দাবি জানিয়েছিলেন। সেই দাবি অস্বীকার করেছেন বুলা। পাশাপাশি তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আট মাস প্রেম না করার পরামর্শও দেন। সেই দাবিও উড়িয়ে দিয়েছেন বুলা।

Advertisement
মমতা 'প্রেম' করতে বারণ করেছিলেন? বুলা চৌধুরী মুখ খুললেন...মমতা বন্দোপাধ্যায় ও বুলা চৌধুরী

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাবি নসাৎ করে দিলেন সাঁতারু বুলা চৌধুরী। শনিবার সিএবি আয়োজিত রিচা ঘোষের সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাক্তন সাঁতারু তাঁর কাছে অর্জুন পুরস্কারের দাবি জানিয়েছিলেন। সেই দাবি অস্বীকার করেছেন বুলা। পাশাপাশি তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আট মাস প্রেম না করার পরামর্শও দেন। সেই দাবিও উড়িয়ে দিয়েছেন বুলা।

bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে বুলা জানিয়েছেন তিনি অসম্মানিত বোধ করছেন। ফোনে বুলা বলেন, 'আমার সঙ্গে শেষ কবে ওনার কথা হয়েছে মনে করতে পারছি না। তবে কোনওদিন এমন কথা হয়নি। তিনি আমাকে কোনও টিপস দিয়েছেন বলেও মনে পড়ছে না।' মমতা বন্দ্যোপাধ্যায় সিএবি-র সেই অনুষ্ঠানে জানিয়েছিলেন, কমনওয়েলথ গেমসের আট মাস আগে তাঁর কাছে অর্জুন পাইয়ে দেওয়ার আর্জি নিয়ে এসেছিলেন বুলা। মমতা পাল্টা টিপস দিয়েছিলেন, 'আমি বললাম তুমি পেয়ে যাবে। সামনে কমনওয়েলথ গেমস। আটটার মধ্যে ৬টা পদক চাই। ও করেও দেখিয়েছে।' কমনওয়েলথ গেমসের রেকর্ড তুলে তিনি বলেন, 'আমি কেন? ভারতের কেউই কমনওয়েলথে সাঁতারে কোনও পদক পাননি।' 

অর্জুন পুরস্কার নিয়ে মমতার দাবিও খারিজ করেছেন বুলা। তিনি বলেন, 'এটা একটা জাতীয় পুরস্কার। এভাবে বলে কয়ে নেওয়া যায় নাকি? তাতে তো পুরস্কারের মান থাকে না। আমি কোনওদিন এসব ওনাকে বলিনি।' প্রেম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেও সমর্থন করেননি বুলা। তিনি বলেন, 'আমার প্রেম সাঁতারের সঙ্গে, জলের সঙ্গে। আমার স্বামী বা লাইফ পার্টনারকে ১১ বছর বয়স থেকে চিনি। আমার বাড়িতে আট মাসের নাতনি রয়েছে। এমন মঞ্চে এসব বলার ফলে আমি খুব লজ্জিত।' 

এরপর ক্ষুব্ধ বুলা আরও বলেন, 'এটা ছিল রিচা ঘোষকে সম্মানিত করার মঞ্চ। বিশ্বকাপ জিতে এসেছে। সেই মঞ্চে তাঁর বাবা-মাকে সম্মানিত করার মঞ্চ। সেখানে তিনি কেন আমার কথা তুলে আনলেন সেটাই বুঝতে পারছি না। আমি শুধু অর্জুন পেয়েছি তা নয়, আমার ঝুলিতে রয়েছে আরও দুটি পুরস্কার যা রাষ্ট্রপতি আমায় দিয়েছেন।' 

Advertisement

পাশাপাশি বুলার আক্ষেপ, তাঁকে সাঁতার অ্যাকাডেমি গড়ার জায়গা দেওয়া হয়নি। চাকরি পাননি বহুদিন। তবে সে সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কথাবার্তা বলেননি। পাশাপাশি যখন তাঁর পদক চুরি গিয়েছিল, তখনও তাঁর পাশে দাঁড়ানোর কোনও বার্তা দেননি। বুলা বলেন, 'কিছুদিন আগে আমার পদক যখন চুরি হল, তখন সান্ত্বনা দিতেও একবার ফোন করেননি। বা সেই পদক খুঁজে দেওয়ার ব্যাপারে কোনও পদক্ষেপ নেননি। আমি দীর্ঘদিন ধরে বলছি সাঁতার অ্যাকাডেমির কথা। সেটার জন্য জমি দেওয়া হয়নি। কোনও ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি আমার দীর্ঘদিন চাকরি নেই। সে ব্যাপারেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।'      

বুলা মনে করেন, মুখ্যমন্ত্রী হয়ত তাঁকে খুব বেশি স্নেহ করেন। সে কারণেই হয়ত এমন কথাবার্তা বলছেন। তবে প্রাক্তন সাঁতারু যে বেশ ক্ষুব্ধ তা বলাই যায়। 

POST A COMMENT
Advertisement