Cheteshwar Pujara: কাউন্টিতে দারুণ ফর্মে থাকার পুরস্কার, সাসেক্সের ক্যাপ্টেন হলেন পূজারা

সাসেক্স এই কাউন্টি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা চেতেশ্বর পূজারার উপর আস্থা রেখেছে এবং দলের দায়িত্ব হস্তান্তর করেছে। সাসেক্স দল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২ এ খেলছে এবং এখন পর্যন্ত চেতেশ্বর পূজারা তাঁর দলের হয়ে এই মরশুমে ৬ ম্যাচে ৭৫০ রান করেছেন।

Advertisement
কাউন্টিতে দারুণ ফর্মে থাকার পুরস্কার, সাসেক্সের ক্যাপ্টেন হলেন পূজারা  চেতেশ্বর পূজারা
হাইলাইটস
  • ছন্দে পূজারা
  • সাসেক্সের অধিনায়ক হলেন

ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা বেশ কিছুদিন ধরে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট তাঁর ভাগ্য বদলে দিয়েছে। এখন কাউন্টির সাসেক্স দল চেতেশ্বর পূজারাকে তাদের দলের অধিনায়ক নিযুক্ত করেছে। তবে মাত্র একটি ম্যাচের জন্য ক্যাপ্টেন করা হয়েছে তাঁকে। মঙ্গলবার থেকে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে সাসেক্স দল। এই ম্যাচের জন্যই অধিনায়ক করা হয়েছে চেতেশ্বর পূজারাকে। সাসেক্স দলের অধিনায়ক টম হেইনস চোট পেয়েছেন এবং আগামী ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

এমন অবস্থায় সাসেক্স এই কাউন্টি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা চেতেশ্বর পূজারার উপর আস্থা রেখেছে এবং দলের দায়িত্ব হস্তান্তর করেছে। সাসেক্স দল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২ এ খেলছে এবং এখন পর্যন্ত চেতেশ্বর পূজারা তাঁর দলের হয়ে এই মরশুমে ৬ ম্যাচে ৭৫০ রান করেছেন।

আরও পড়ুন: বাংলার কোচ কে হচ্ছেন? দৌড়ে এগিয়ে লক্ষ্মী-দিন্দা

সাসেক্সের অধিনায়কত্ব করবেন পূজারা

সাসেক্স তাদের বিবৃতিতে বলেছে যে 'চেতেশ্বর পূজারা সাসেক্সে যোগদানের পর থেকেই দলের নেতৃত্ব গোষ্ঠীর একটি অংশ ছিলেন। এমন পরিস্থিতিতে, যখন হঠাৎ টম হেইনস আঘাত পেয়েছিলেন তখন দলে একজন নেতার প্রয়োজন ছিল। চেতেশ্বর পূজারাকেই সেরা হিসাবে দেখা হয়েছিল।

আরও পড়ুন:ডুরান্ডের ডার্বি নয়, ফেরান্দোর চিন্তায় AFC কাপ

ফর্মে ফিরছেন পূজারা

৩৪ বছর বয়সী চেতেশ্বর পূজারা খারাপ ফর্মের কারণে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ে গিয়েছিলেন। এরপরেই কামব্যাক করতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে শুরু করেন তিনি। আর তাতেই সাফল্য পান। কাউন্টি খেলতে এসে ইংল্যান্ডের মাটিতে একটানা রান করতে থাকেন পূজারা। এর পরে তিনি টিম ইন্ডিয়াতেও ফিরে আসেন, এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে চেতেশ্বর পূজারা দলে চলে আসেন। সেই ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও হাফ সেঞ্চুরি করেন পূজারা।

Advertisement

POST A COMMENT
Advertisement