Commonwealth Games 2022: কমনওয়েলথে বড় দুর্ঘটনা, জখম ৩ সাইক্লিস্ট, ২ দর্শক, Video

Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে বড় দুর্ঘটনা, দর্শকাসনে ঢুকে পড়ল তিন সাইক্লিস্ট। গুরুতর জখম সাইক্লিস্ট সহ পাঁচজন।

Advertisement
কমনওয়েলথে বড় দুর্ঘটনা, জখম ৩ সাইক্লিস্ট, ২ দর্শক, Videoকমনওয়েলথ গেমসে দুর্ঘটনা, দর্শকাসনে ঢুকে পড়ল তিন সাইক্লিস্ট
হাইলাইটস
  • কমনওয়েলথে বড় দুর্ঘটনা
  • জখম ৩ সাইক্লিস্ট
  • ২ দর্শকও জখম হয়েছেন

২০২২ কমনওয়েলথ গেমস বার্মিংহামে চলছে। এরই মধ্যে পৃথিবীর ৭২ টি দেশ এর অ্যাথলিটরা তাদের নিজেদের কীর্তি স্থাপন করে চলেছেন। ফ্যানেরা খেলোয়ারদের চিয়ার করার জন্য ভারী সংখ্যায় স্টেডিয়ামগুলিতে হাজির হচ্ছেন। এরই মধ্যে কমনওয়েলথ গেমসের তৃতীয় দিন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই দুর্ঘটনাটি পুরুষদের ১৫ কিলোমিটার স্ক্র্যাচ সাইকলিং ইভেন্ট এর সময় ঘটে।

আরও পড়ুনঃ Nagchandreshwar temple: বছরে ২৪ ঘন্টার জন্য খোলে এই মন্দির, পুজো দিলেই রাহু-কেতুর দোষ থেকে মুক্তি

ওয়ালশ গম্ভীরভাবে আহত হয়েছেন

ইংল্যান্ডের সাইকিল সাইক্লিস্ট ম্যাট ওয়ালশ এবং কানাডার ডেরেক জি ভারসাম্য হারিয়ে যাওয়ার কারণে সাইক্লিং ট্র্যাক ছেড়ে দর্শকদের এরিয়াতে ঢুকে পড়েন। যার ফলে অরাজকতা তৈরি হয়ে যায় এবং ২৪ বছর বয়সী ওয়ালশ গম্ভীরভাবে ঘায়েল হয়ে যায়। তিনজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দেখে নিন এই ঘটনাটি।

এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনা দর্শকদের ছত্রভঙ্গ করে দেয়। ঘাবড়ে যান প্রত্যেকেই। আতঙ্কে দর্শক আসন ছাড়তে থাকেন দর্শকরা। এক অফিসিয়াল জানিয়েছেন লি ভ্যালি বেলো পার্কে ট্রাক এবং প্যারাট্রাক সাইকেলিং এর সকালে রাউন্ডে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ময়দানে মেডিকেল টিম দ্বারা চিকিৎসা করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Vastu Tips: বাড়ির আশপাশের এই ৯ জিনিস সরিয়ে ফেলুন, নইলে কাঙাল হয়ে যাবেন

এই প্রবক্তা আরো বলেন যে ২ দর্শকও সাইকেলের আঘাতে জখম হন। তবে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়নি। আমরা এই ঘটনায় শামিল সাইকেল চালকদের এবং দর্শকদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের সুস্থতা কামনা করছি এবং চিকিৎসা টিম খুব দ্রুত পরিস্থিতি সামলে নেওয়ায় তাদের কেউ ধন্যবাদ জানাই।

পরে হসপিটাল থেকে ছুটি পান সাইক্লিস্ট

ব্রিটেনের সাইক্লিং অ্যাসোসিয়েশনের এর তরফে টুইট করে জানানো হয় যে ম্যাট সুস্থ রয়েছে এবং কথা বলছে। তাকে হাসপাতালে চিকিৎসাধীন দায়িত্বে থাকা দল নজরে রাখছে। যদিও ওদিকে ইংল্যান্ডের তরফে দাবি করেছে যে অলিম্পিক চ্যাম্পিয়ন এর মাথায় যখন এবং চোট লেগেছে তা তেমন গুরুতর নয়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement