
Salman Khan at East Bengal: ইস্টবেঙ্গল ক্লাবে সলমন শো। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে স্টোরি শেয়ার করে জানালেন বলিউড সুপারস্টার নিজেই।
প্রসঙ্গত, আগামী ১৩ মে লাল হলুদ ক্লাবে আসছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যেই, এই মেগা ড্যান্স মিউজিক্যাল শো-এর আয়োজন। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা “হোয়াটস ইন দ্য নেম” (What's In d Name)-এর যৌথ উদ্যোগেই এই শো-টি আয়োজিত হতে চলেছে। ইভেন্টটির নাম দেওয়া হয়েছে “দাবাং, দ্য ট্যুর-রিলোডেড”। অন্যদিকে, এই শো-য়ের টিকিটিং পার্টনার পেটিএম ইনসাইডার। শহরের বিভিন্ন প্রান্তের কিয়স্ক থেকেই এই শো-য়ের টিকিট পাওয়া যাবে। টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। টিকিটের সর্বোচ্চ দাম ২৫ হাজার টাকা, তবে পরে দাম বাড়তে পারে। ইস্টবেঙ্গলের সদস্য এবং সমর্থকরা মেম্বারশিপ কার্ড দেখালে, যে কোনও দামের টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আর এই গ্র্যান্ড শো-কে কেন্দ্র করেই, এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন বলিউড সুপারস্টার সলমন খান। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে, তিনি একটি স্টোরি দিয়েছেন। সেই স্টোরিতে তিনি এই ইভেন্টের পোস্টারটি শেয়ার করেছেন। এমনকি, এই পোস্টারের একদম টপ লেফট কর্নারে দেখা যাচ্ছে লাল হলুদের লোগোটিও। ইস্টবেঙ্গল ক্লাবের এই অনুষ্ঠানটি যে বেশ জাঁকজমক পূর্ণ হতে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আর এবার সলমন খান নিজে এই ইভেন্টকে কেন্দ্র করে স্টোরি শেয়ার করার ফলে, সমর্থক এবং দর্শকদের প্রতিও যে বার্তা দিতে চাইলেন তা এককথায় পরিষ্কার।
তিন ঘণ্টার এই ড্যান্স-মিউজিক্যাল শো–তে সলমন খান ছাড়াও উপস্থিত থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, অনুষ্ঠানের এক দিন আগেই চলে আসবেন তাঁরা। আগেরদিন গোটা টিম একটি রিহার্সালও করবে।