দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নিলামের আগেই চার ক্রিকেটারকে ধরে রেখেছে। দলের সহকারী কোচ প্রবীন আমরে মনে করেন যে, চার ক্রিকেটারকে ধরে রাখার পরে, দল এখন সেই সমস্ত ক্রিকেটারদের দলে নিতে চায় যারা আরও ভারসাম্য দিতে পারে। এবারের আইপিএল নিলামে (IPL Mega Auction 2022) বিরাট প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইপিএলের জন্য মেগা নিলাম ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। দিল্লি ক্যাপিটালস উইকেটরক্ষক ঋষভ পান্ত (Rishabh Pant), স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel), ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) এবং দক্ষিণ আফ্রিকার পেসার এনরিক নরকিয়াকে ধরে রেখেছে। চার ক্রিকেটারকে রিটেন করায় দিল্লি ক্যাপিটালসের কাছে সবচেয়ে কম টাকা রয়েছে। মেগা নিলামে ৪৭.৫ কোটি টাকা খরচ করতে পারবে তারা। মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালসের টুইটারে প্রকাশিত এক সাক্ষাৎকারে আমরে বলেন, 'কোচ হিসেবে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল চাই।'
আমরে আরও বলেন, ''আমরা আমাদের চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রেখেছি। আমাদের আছে একজন টপ অর্ডার ব্যাটার, একজন উইকেট কিপার ব্যাটার এবং একজন ফাস্ট বোলার ও একজন অলরাউন্ডার রয়েছে। অর্থাৎ সমস্ত বিভাগ থেকেই একজন করে ক্রিকেটার আমাদের দলে ইতিমধ্যেই রয়েছে।''
দলের ভারসাম্য তৈরি করতে আরও সাত ক্রিকেটার দরকার তাদের। এমনটাই মনে করেন আমরে। তিনি বলেন, ''এখন আমাদের সাতজন ক্রিকেটার দরকার যারা দলকে ভারসাম্য দেয়। এটা আমাদের গুরুত্বপূর্ণ টার্গেট এবং চ্যালেঞ্জিংও।আইপিএলে এখন দুটি নতুন দল, গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস রয়েছে তবুও আমাদের সেরা সাত ক্রিকেটারকে বেছে নিতে হবে।''
আরও পড়ুন: রোহিতের মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত প্রসিদ্ধ
আরও পড়ুন: 'দৌড়চ্ছিস না কেন?' মাঠেই চাহালকে ধমক রোহিতের, Video
আইপিএল-এ নতুন দুই দল যোগ দেওয়ায় নিলামের লড়াই যে আরও কঠিন হবে তা মেনে নিলেন আমরে। দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ বলেন,''মেগা নিলাম সবসময়ই চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন দুটি নতুন দল থাকে। প্রতিযোগিতা খুবই কঠিন হবে। কিছু দলের কাছে টাকা বেশি। সেখানেই নিলামকারীর অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে আসে।''