scorecardresearch
 

India vs West Indies: 'এমন স্পেল আগে দেখিনি,' রোহিতের প্রশংসা শুনে আপ্লুত প্রসিদ্ধ

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসিদ্ধ বলেন, ''যেদিন থেকে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছে সেদিন থেকেই আমার লক্ষ্য ধারাবাহিক ভাবে জাতীয় দলের হয়ে খেলে যাওয়া। প্রথমদিকে মাঠের মধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে যেতাম। অনেক কিছু একসঙ্গে মাথার মধ্যে চলতে থাকত। সব সময় নতুন কিছু করার চেষ্টা করতাম। সেই কারণেই সে ভাবে সফল হতে পারেনি।''

Advertisement
রোহিত শর্মার সঙ্গে প্রসিধ কৃষ্ণ রোহিত শর্মার সঙ্গে প্রসিধ কৃষ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ বল করেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। নয় ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তিনি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। প্রথমে ব্যাট করে ভারত ক্যারিবিয়ানদের সামনে ২৩৮ রানের লক্ষ্য রাখে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্র্যান্ডন কিং ও ড্যারেন ব্র্যাভোকে আউট করেন প্রসিদ্ধ। ওপেনার কিং মাত্র ১৮ রান করে উইকেট-রক্ষক ঋষভ পান্তের (Rishabh Pant) হাতে ক্যাচ দিয়ে আউট হন। একই ভাবে আরও এক ব্যাটার ড্যারেন ব্রাভোকে আউট করেন তরুণ এই বোলার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানকেও প্যাভিলিয়নের পথ দেখান প্রসিদ্ধ। একদম শেষে কেমার রোচকেও আউট করেন তিনি।


ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসিদ্ধ বলেন, ''যেদিন থেকে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছে সেদিন থেকেই আমার লক্ষ্য ধারাবাহিক ভাবে জাতীয় দলের হয়ে খেলে যাওয়া। প্রথমদিকে মাঠের মধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে যেতাম। অনেক কিছু একসঙ্গে মাথার মধ্যে চলতে থাকত। সব সময় নতুন কিছু করার চেষ্টা করতাম। সেই কারণেই সে ভাবে সফল হতে পারেনি।''

আরও পড়ুন: 'দৌড়চ্ছিস না কেন?' মাঠেই চাহালকে ধমক রোহিতের, Video


তবে এখন একেবারে পরিকল্পনা করে মাঠে নামেন প্রসিদ্ধ।ভারতের এই জোরে বোলার বলেন, ''অনুশীলন করতে করতে সবার সঙ্গে সম্পর্ক আরও ভালো হয়েছে। ফলে মাঠের মধ্যে কী করতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। সেই কারণেই এখন অনেকটা পরিণত হয়েছি, সাফল্য এসেছে।'' অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) তাঁকে অনেকখানি সাহায্য করেছেন বলে জানালেন প্রসিদ্ধ। তিনি বলেন, ''রোহিত অনেকদিন ধরে ক্রিকেট খেলছে। ওর থেকে প্রশংসা শুনে বেশ ভালো লাগছে। পরিশ্রম করার ফল অবশেষে পেলাম।'' মূলত প্রসিদ্ধের দাপটেই ১৯৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৪৪ রানে জয় পায় ভারত। পরপর দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নেয় ভারত।  

Advertisement

Advertisement