scorecardresearch
 

Rishabh Pant: IPL-এ পন্ত না থাকায় সমস্যা হবে DC-র? যা বললেন সৌরভ...

এবারের আইপিএল-এ ( IPL 2023) খেলতে পারবেন না ঋষভ পন্ত (Rishabh Pant)। জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisement
সৌরভ ও পন্ত সৌরভ ও পন্ত
হাইলাইটস
  • আইপিএল-এ খেলতে পারবেন না পন্ত
  • জানিয়ে দিলেন সৌরভ

এবারের আইপিএল-এ ( IPL 2023) খেলতে পারবেন না ঋষভ পন্ত (Rishabh Pant)। জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দীর্ঘদিন পর ইডেনে একদিনের সিরিজে খেলতে নামছে ভারত (Team India)। দ্বিতীয় একদিনের ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। সেই ম্যাচের আগে ইডেনে এসেছিলেন প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ। ইডেনে এসে ঋষভ পন্ত নিয়ে এমন কথাই জানালেন সৌরভ।

গত বছর ৩০ ডিসেম্বর ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার। পায়ের লিগামেন্টে চোট লেগেছিল পন্তের। পিঠেও চোট লাগে তাঁর। অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে আইপিএল থেকে বাদ পড়তে হবে তাঁকে। সৌরভ বলেন, 'আমার সঙ্গে ওর বাড়ির লোকের কথা হয়েছে। বয়স কম দ্রুত সুস্থ হয়ে উঠবে। তবে আইপিএল-এ ওকে পাওয়া যাবে না।'

আরও পড়ুন: ব্যর্থ শনকার লড়াই, শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারাল ভারত

অধিনায়ক পন্তকে মিস করবে দিল্লি ক্যাপিটালস। আইপিএল শুরু হওয়ার আগে সৌরভের কথাতেই তা স্পষ্ট। তিনি বলেন, 'সমস্যা তো হবেই, তবে কী করা যাবে? চোট পেলে কী করা যাবে?' পন্তের জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে? এই প্রশ্নের উত্তর দিতে চাননি সৌরভ। দিল্লির ক্রিকেট ডিরেক্টর বলেন, 'আমরা আলোচনা করে দেখব।'

আরও পড়ুন: বিরাট ঝড়! সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

সুস্থ হয়েও ফের চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বারেবারে কেন চোটের কবলে পড়তে হচ্ছে ভারতের ফাস্ট বোলারকে। সৌরভের পরিষ্কার উত্তর, 'না খেললে সমস্যা হবেই। ও ভারতের সম্পদ। একটা সময় সমস্ত ফাস্ট বোলারকেই চোটের কবলে পড়তে হয়। অপেক্ষা করতে হবে ও কবে ফিরে আসে। ফাস্ট বোলারের জীবন বেশ কষ্টের।'

Advertisement
জসপ্রীত বুমরা
জসপ্রীত বুমরা

 

গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) শতরান দেখে দারুণ খুশি সৌরভ। শুধু বিরাট নয়, ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Shaema) ইনিংসের প্রশংসাও করলেন সৌরভ। তিনি বলেন, 'দুই জনেই দারুণ ক্রিকেটার। ভাল ইনিংস খেলেছে।' ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারানো কঠিন। এমনটাই মনে করেন সৌরভ।           

Advertisement