দেশের মিলেনিয়াল ক্রিকেটার পাড্ডিকাল? মহিলা ও পুরুষ ক্রিকেট নিয়ে বিতর্ক নেটমাধ্যমে

সব থেকে ছোট্ট বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো অনেক ক্রিকেটারই আছেন সারা বিশ্বে। ভারতে সচিন তেন্ডুলকরও অনেক কম বয়সে ভারতীয় দলে অভিষেক ঘটিয়েছেন। তবে এই যুগের ক্রিকেটার হিসাবে ২০০০ সালের পর জন্ম নেওয়া ক্রিকেটারদের মধ্যে দেবদূত পাড্ডিকাল নাকি প্রথম

Advertisement
দেশের মিলেনিয়াল ক্রিকেটার পাড্ডিকাল? মহিলা ও পুরুষ ক্রিকেট নিয়ে বিতর্ক নেটমাধ্যমেসাফালি ভর্মা ও দেবদূত পাড্ডিকাল। ফাইল ছবি।
হাইলাইটস
  • সব থেকে ছোট্ট বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
  • ২০০০ সালে জন্মগ্রহণ করা ক্রিকেটার
  • দেবদূত পাড্ডিকালকে নিয়ে অশান্তি নেটমাধ্যমে

সব থেকে ছোট্ট বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো অনেক ক্রিকেটারই আছেন সারা বিশ্বে। ভারতে সচিন তেন্ডুলকরও অনেক কম বয়সে ভারতীয় দলে অভিষেক ঘটিয়েছেন। তবে এই যুগের ক্রিকেটার হিসাবে ২০০০ সালের পর জন্ম নেওয়া ক্রিকেটারদের মধ্যে দেবদূত পাড্ডিকাল নাকি প্রথম খেলোয়াড় হিসাবে ভারতীয় দলে খেলেছেন, এমনটা কেউ কেউ টুইট করেছেন টুইটারে। তবে এই তথ্য নিয়েই এবার শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কারণ এমনটা কোনওভাবেই সঠিক নয়, দাবি অনেকের।

আন্তর্জাতিক ক্রিকেট ধরতে গেলে শুধু মাত্র ছেলেদের ক্রিকেট ধরলেই হবে না। ফলে এবার মহিলাদের ক্রিকেটও আসছে এই তালিকায়। কারণ এই তালিকায় রয়েছে একাধিক মহিলা ক্রিকেটারদের নাম। ২০০০ সাল ও তার পরে জন্ম নেওয়া ক্রিকেটার হিসাবে দেবদূত পাড্ডিকাল হলেও মহিলা দলে রয়েছেন এক ঝাঁক ক্রিকেটার।

এক ঝাঁক ক্রিকেটারদের মধ্যে মহিলা দলে রয়েছেন সাফালি ভর্মা থেকে শুরু করে রিচা ঘোষ, জেমিমা রডরিগেজদের মতো একাধিক ক্রিকেটার। ফলে এবার মহিলা ক্রিকেট বনাম পুরুষদের ক্রিকেটের একটা ঝামেলা লেগে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ অনেকেই পুরুষ ক্রিকেটারদের নিরিখে টুইট করেছেন তবে সেই ভুল ধরিয়ে দিয়েছেন একাধিক নেটিজেনরা।


তাঁদের মতে, শুধু পুরুষ ক্রিকেটারদের নিয়েই সব কিছু বিচার করা উচিত নয়। শুধু দেবদূত পাড্ডিকালই নয় ভারতীয় দলের মহিলা ক্রিকেটাররাও ২০০০ সাল ও তারপর জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয় রিচা ঘোষ, সাফালিরা মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় মহিলা ক্রিকেট দলে অভিষেক ঘটেছিল।


তবে এমনটা হলেও, আজকের দিনে দাঁড়িয়েও কিছুটা কম গুরুত্ব দেওয়া হয় ভারতের মহিলা ক্রিকেটারদের। অলিম্পিকে যেখানে ভারতীয় কন্যারা বাজিমাত করছেন, যেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দল ভালো খেলছে সেখানে পুরুষদের মতো সাপোর্ট করছেন না অনেকেই। আর সেই নিয়েই এভার ক্ষোভ শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

POST A COMMENT
Advertisement