scorecardresearch
 

East Bengal: বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ, পরের মরশুম অবধি সময় চাইলেন স্টিফেন

টানা হারের ধাক্কা, ক্ষুব্ধ সমর্থকরা। সেই ক্ষোভের আঁচ এসে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) ওপর। এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ৪-২ গোলে হেরে ফেরার পর কলকাতা বিমানবন্দরে নেমেই সেই ক্ষোভ টের পেলেন ইস্টবেঙ্গল কোচ। এই বছরেই প্রথম নয়, গত তিন মরশুম জুড়েই একই চিত্র ইস্টবেঙ্গলে। একের পর এক ম্যাচে হার, লজ্জা, অপমান সবটাই হজম করতে হয়েছে সমর্থকদের। যুবভারতীতে আসা ছেড়ে দিয়েছেন তাঁরা। তবুও স্টিফেন আশার বানীই শোনাচ্ছেন। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • বারেবারে হারছে ইস্টবেঙ্গল
  • সমর্থকদের সঙ্গে কথা স্টিফেনের

টানা হারের ধাক্কা, ক্ষুব্ধ সমর্থকরা। সেই ক্ষোভের আঁচ এসে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) ওপর। এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ৪-২ গোলে হেরে ফেরার পর কলকাতা বিমানবন্দরে নেমেই সেই ক্ষোভ টের পেলেন ইস্টবেঙ্গল কোচ। এই বছরেই প্রথম নয়, গত তিন মরশুম জুড়েই একই চিত্র ইস্টবেঙ্গলে। একের পর এক ম্যাচে হার, লজ্জা, অপমান সবটাই হজম করতে হয়েছে সমর্থকদের। যুবভারতীতে আসা ছেড়ে দিয়েছেন তাঁরা। তবুও স্টিফেন আশার বানীই শোনাচ্ছেন। 

সমর্থকদের ক্ষোভের কথা বুঝতে পেরে এড়িয়ে যাওয়া নয়, আড়াই মিনিটের মত দাঁড়িয়ে সবটা শুনলেন যথাসাধ্য উত্তর দিলেন স্টিফেন। যাওয়ার আগে শুধু বললেন, 'যদি হাতে ১ বছর সময় পাই তা হলে এই টিমটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবো তোমাদের কাছে প্রতিজ্ঞা করলাম।' স্টিফেনের আন্তরিকতায় মুগ্ধ সমর্থকরা। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে কর্মকর্তাদের তুলোধোনা করতে ছাড়ছেন না তাঁরা। তাঁদের বক্তব্য,'দীর্ঘ ২০ বছর ধরে মাঠে যাই। শীত গ্রীষ্ম বর্ষা ইস্টবেঙ্গলের খেলা মানেই দৌড়ে গিয়েছি। সে স্কুল পালিয়ে হোক বা উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষায় অর্ধেক লিখে। আজকের সত্যিই আমাদের দলটা ভালো নেই। দোষ কাদের সবাই জানি।'

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের বদলি নিষেধাজ্ঞা তুলে নিল FIFA, আজই কি মাঠে নামবেন জার্ভিস?

একের পর এক ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক ছিন্ন, কর্তাদের চেয়ার ধরে রাখার আপ্রান চেষ্টা যে ক্লাবের ক্ষতি করছে সেটা জানাচ্ছেন সমর্থকরাই। সমর্থকদের দাবি মেটাতে ব্যর্থ হচ্ছেন কর্তারা। আর তাই এমন দুর্দিনেও কোচের আশ্বাসে ভরসা পাচ্ছেন সমর্থকরা। ভিডিও শেয়ার করে এক সমর্থক লেখেন,' যতদিন বাঁচবো এই মুহুর্ত কে মনে রাখবো। হয়তো স্টিভেন অনেকের থেকেই খারাপ কোচ, কিন্তু যে ব্যবহার তিনি গতকাল করলেন আমাদের সঙ্গে সেটা ভুলব না।'

Advertisement

আরও পড়ুন: জ্যাক জার্ভিসকে অবশেষে সই করাল ইস্টবেঙ্গল, খেলবেন কেরল ব্লাস্টার্স ম্যাচে?

পাশাপাশি কর্তাদের দিকে আঙুল তুলে সেই সমর্থক আরও লেখেন, 'খারাপ সময়ে প্লেয়ারদের পাশাপাশি সমর্থকদেরও কত কিছু ভুগতে হয় সেইটা স্টিফেন বিলক্ষণ বোঝেন। যাই হোক ক্লাবের কিছু দায়িত্বপূর্ণ লোক যদি এর ১% বুঝতেন আজকের আমাদের এই অবস্থা হত না।' 

Advertisement