East Bengal News: তারকা মিডফিল্ডার সই করাচ্ছে ইস্টবেঙ্গল? জোর জল্পনা

ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য কোচ চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ। স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) সঙ্গে দুই বছরের জন্য চুক্তি সম্পন্ন ইস্টবেঙ্গলের। এবার তাঁদের লক্ষ্য ভালো মানের ফুটবলারদের দলে নেওয়া।

Advertisement
তারকা মিডফিল্ডার সই করাচ্ছে ইস্টবেঙ্গল? জোর জল্পনাইস্টবেঙ্গল

প্রতিবছরই ফুটবল মরশুম শুরুর আগে এই সময়টি গুরুত্বপূর্ণ সমস্ত দলের কাছেই। কারণ, এই সময়েই সমস্ত দল সেরা ফুটবলার রিক্রুটমেন্টের জন্য ঝাঁপান। আর এই আসরে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও (East Bengal)। শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসির (Mumbai City FC) ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রাইকে (Vinit Rai) সই করাতে পারে লাল-হলুদ শিবির। 

ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য কোচ চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ। স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) সঙ্গে দুই বছরের জন্য চুক্তি সম্পন্ন ইস্টবেঙ্গলের। এবার তাঁদের লক্ষ্য ভালো মানের ফুটবলারদের দলে নেওয়া। সেই জায়গায় নাম উঠে আসছে এই বিনীত রাইয়ের। তাঁর ফুটবল জীবন শুরু হয় টাটা ফুটবল অ্যাকাডেমি (Tata Football Academy) থেকে। তারপর তিনি ডেম্পো (Dempo) এবং কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলের হয়েও খেলেন। শুধু তাই নয়,বিনীত রাই খেলেছেন মিনার্ভা এফসির হয়েও (Minerva FC)। আইএসএলের (ISL) ক্লাব কেরল ছাড়াও, ওড়িশা এফসির (Odisha FC) জার্সিও গায়ে চাপিয়েছেন এই ২৫ বছর বয়সী ফুটবলারটি। আর শেষ মরশুমে খেলেন মুম্বই সিটি এফসির হয়ে। 

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কোচ সেই কুয়াদ্রাত, 'বাংলা.আজতক.ইন' প্রথম জানিয়েছিল

অন্যদিকে, ২০১৫ সালে অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দলের (U-23 Indian Football Team) হয়ে মাঠে নামেন তিনি। উজবেকিস্তানের (Uzbekistan) বিরুদ্ধে, সেটিই তাঁর প্রথম জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ম্যাচ। একইসঙ্গে তিনি ২০১৬ সালে, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারও (AFC U-23 Championship Qualifiers) খেলেন। তবে শুধু জুনিয়র নয়, সিনিয়র দলেও সুযোগ পান এই প্রতিভাবান ফুটবলারটি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে, ইরানের (Iran) বিরুদ্ধে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পান তিনি। মাঠে না নামলেও, সিনিয়র টিমের সঙ্গে রিজার্ভ বেঞ্চে বসেন বিনীত রাই।

আরও পড়ুন: বার্সেলোনায় কেরিয়ার শুরু ইস্টবেঙ্গলের নতুন কোচের, কে কুয়াদ্রাত?

তবে সেখানেই শেষ নয়। এরপর জাতীয় দলের হয়ে, ভুটানের (Bhutan) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে রাওলিন বর্জেসের (Rowllin Borges) পরিবর্ত হিসেবে মাঠে নামেন বিনীত রাই। সেই ম্যাচটিতে ভারত ৩-০ ব্যবধানে জয়ও পায়। আর গত মরশুমে, মুম্বই সিটি এফসির হয়েও তাঁর পারফরম্যান্স বেশ ভালো। মুম্বই জার্সি গায়ে তিনি মোট ১১টি ম্যাচ খেলেন। তাঁর পাসিং অ্যাকিউরেসি ৮১.১১%। শুধু তাই নয়, দুটি গোলও পান বিনীত। আর এইমুহূর্তে ময়দানে জোর জল্পনা, এহেন মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী ইস্টবেঙ্গল। 

Advertisement

বিনীত রাইয়ের জন্ম ১৯৯৭ সালের ১০ অক্টোবর। ফুটবলার হিসেবে তাঁর ডান পা বেশ শক্তিশালী। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার (Defencive Midfielder) হলেও, খেলতে পারেন সেন্ট্রাল মিডফিল্ড (Central Midfield) পজিশনেও। সুতরাং, এইরকম একজন ডায়নামিক ফুটবলারকে দলে নেওয়া মানে নিঃসন্দেহে যেকোনও দলের শক্তিবৃদ্ধি হওয়া। আর এই বিনীত রাইকে সই করানোর বিষয়ে, লাল হলুদ কর্তারা জোর চেষ্টা চালাচ্ছেন বলেই ময়দানে গুঞ্জন। 

প্রতিবেদক: শুভঙ্কর দাস
 

POST A COMMENT
Advertisement