সের্জিও লোবেরাকে (Sergio Lobera) সই করানো নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। চিনের ক্লাব সিচুয়ান ক্লাব থেকে এখনও নো অবজেকশন সার্টিফিকেট হাতে পাননি লোবেরা। ফলে ইস্টবেঙ্গলে তাঁর সই হওয়া নিয়ে প্রশ্ন থেকেই গেল। বুধবার বিকেল পর্যন্তও চিনের ক্লাবের থেকে সবুজ সংকেত পাননি লোবেরা।
পয়লা বৈশাখ বার পুজোর দিনে লাল-হলুদে আনুষ্ঠানিক ভাবে কোচ হিসেবে লোবেরার নাম ঘোষণা হওয়ার কথা থাকলেও এখন যা পরিস্থিতি তাতে কোচ নিয়ে আরও নাটক অপেক্ষা করছে। কোচ ঠিক না হওয়া পর্যন্ত ফুটবলাদের সঙ্গেও কথাবার্তাও এগিয়ে নিয়ে যেতে পারছেন না লাল-হলুদ কর্তারা। ফলে ফুটবলারদের পেতে আরবও সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। গত কয়েক বছরেও একই সমস্যায় পড়তে হয়েছিল তাদের। বিদেশী ফুটবলার কারা হবে সেটাও নির্ভর করছে ইস্টবেঙ্গল কোচের ওপর। আর সেই কারণেই কোচ ঠিক করার দিকে শুরু থেকেই জোর দিয়েছিলেন কর্তারা। সেই ক্ষেত্রেও কি ব্যর্থ হয়েই ফিরতে হবে কর্তাদের?
আরও পড়ুন:৫-১ গোলে জয়, সুপারকাপে 'সুপার' মোহনবাগান
শোনা যাচ্ছে, ওড়িশা এফসি-র সঙ্গে কথাবার্তা বলছেন লোবেরা। তবে কী কম বাজেটের কারণে জোসেফ গাম্বাউকে ছাটাই করা ওড়িশা এফসি কি এবার লোবেরাকে কোচ করবে? এখনও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার ক্লাব। সে ক্ষেত্রে কেন এত টাকা দিয়ে লোবেরাকে কোচ করবে ওড়িশা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: মোহনবাগানের হুগোকে নিতে ট্রান্সফার ফি লাগবে ২ কোটি, ইস্টবেঙ্গল পারবে দিতে ?
আগে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার লড়াইয়ে আন্তনিও লোপেজ হাবাস, জোসেফ গাম্বাউ সহ একাধিক নাম উঠে এসেছিলো। তবে ইমামি কর্তারদের লোবেরাকেই সই করানোর জন্য রাজি করিয়ে ফেলেন ইস্টবেঙ্গল কর্তারা। বাজেট বেশি হলেও লোবেরার প্রস্তাবে রাজি হয়ে যান ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। লোবেরা নিজেও লাল-হলুদে কোচিং করাতে আগ্রহী ছিলেন। যদিও সিটি গ্ৰুপের ক্লাব অনুমতি না দেওয়ায় এখনই কিছু বলা যাচ্ছে না। কবে আসবেন ক্লেইটন সিলভাদের কোচ? অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইস্টবেঙ্গল সমর্থকরাও।