মোহনবাগানের মতো দল গড়তে হবে। এই দাবিতেই শুরু হল বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে রুবি মোড়ের কাছে ইমামির অফিসের সামনে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের সময় আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল ও ইমামি কর্তারা। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ এই বিক্ষোভে অংশ নেন। বুধবার রাতেই ইমামির ওপর চাপ বাড়াতে একটি প্রেস রিলিজ প্রকাশ করে ইস্টবেঙ্গল ক্লাব। সেখানে বলা হয়, বাজেট না বাড়ালে অন্য রাস্তায় হাঁটতে হবে ক্লাবকে।
পড়শি ক্লাব মোহনবাগান ৪৫ থেকে ৬০ কোটি টাকা খরচ করে দল গড়ে এবারে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে মাত্র ২০ কোটি টাকায় দল গড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। কেন বার বার এই পরিস্থিতি হচ্ছে তা খুঁজে বের করতে আত্মসমীক্ষা করেছে ক্লাব। আর তাতেই নাকি খুঁজে পাওয়া গিয়েছে বাজেটের বিষয়টা। মোহনবাগানের সঙ্গে তাদের দলগঠনে ২০ কোটি টাকার ফারাক রয়েছে বলেই মত কর্তাদের। আর সেটাই পার্থক্য গড়ে দিচ্ছে। ব্যর্থতার দায় বিনিয়োগকারী সংস্থা ‘ইমামি’র উপর চাপিয়েছেন ক্লাব কর্তারা। প্রেস বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, 'আইএসএলে যারা ট্রফি জেতার লড়াইয়ে থাকে তারা ৪৫ থেকে ৬০ কোটি টাকার দল তৈরি করে। কিন্তু ইমামি ১৮ থেকে ২০ কোটি টাকার দল তৈরি করছে। দলগঠনে এই ২০ কোটি টাকার পার্থক্যটাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা দলগুলির সঙ্গে তাদের তফাত গড়ে দিচ্ছে। যারা টাকার ঝুলি নিয়ে নামছে তারাই চ্যাম্পিয়ন হচ্ছে।' এমনটাই দাবি ক্লাবের। বাজেট কম থাকায় ফুটবলারদের মানেও পার্থক্য হচ্ছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: আজ ডার্বি, ইস্টবেঙ্গল VS মোহনবাগান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে
বিক্ষোভে অংশ নেওয়া এক সমর্থক বলেন, 'আমরা ইস্টবেঙ্গল সমর্থক। আমাদের ক্লাবকে কোনও না কোনও ভাবে বঞ্চনা করা হচ্ছে। ইমামি এখন আমাদের স্পন্সর করছে। কিন্তু তা সত্ত্বেও হেরে বাড়ি ফিরছি হতাশ হয়ে। ভালো দল তৈরি হচ্ছে না। আদিত্য আগারওয়াল আমাদের আশ্বাস দিয়েছিলেন, ভালো দল গড়া হবে। তবে তিনি সেই কথা রাখেননি। আমাদের একটাই, ভালো দল গড়তে হবে। তাঁদের দায়িত্ব দেওয়া ভালো দল গড়ার জন্য। তা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।'
আরও পড়ুন: বোর্ড মিটিং-এর আগের দিনই ইমামিকে কড়া হুঁশিয়ারি ইস্টবেঙ্গল ক্লাবের
বিক্ষোভের কথা শুনেই ছুটে আসেন ইমামির অফিসের কিছু কর্মী। তাদেরকেও হুঁশিয়ারি দিয়ে দেন লাল-হলুদ সমর্থকরা। তাঁরা বলেন, 'আজ এখানে অনেক কম মানুষ দেখছেন। এই বিষয়টা আরও বৃহত্তর জায়গায় যাবে।'