scorecardresearch
 

East Bengal FC: এখনও ট্রান্সফার ব্যান থেকে মুক্ত হল না ইস্টবেঙ্গল, খেলতে পারবেন জার্ভিস ?

মঙ্গলবারও ট্রান্সফার ব্যান উঠল না ইস্টবেঙ্গলে (East Bengal)। উমিদ সিং-এর (Omid Singh) টাকা মেটাতে না পারায় ট্রান্সফার ব্যান থেকে মুক্তি পেল না লাল-হলুদ ক্লাব। ফলে জ্যাক জার্ভিসকে (Jake Jervis) সই করানো নিয়ে সমস্যা থেকেই গেল। যদিও কর্তাদের দাবি, বুধবার দুপুরের মধ্যেই উমিদ সিং-এর টাকা মিটিয়ে ট্রান্সফার ব্যান তুলে ফেলবে ক্লাব। তারপরেই নতুন ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল।

Advertisement
জ্যাক জার্ভিস ও ইস্টবেঙ্গল দল জ্যাক জার্ভিস ও ইস্টবেঙ্গল দল
হাইলাইটস
  • আগামী কাল গোয়ার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
  • আজই সই হতে পারে জার্ভিসের

মঙ্গলবারও ট্রান্সফার ব্যান উঠল না ইস্টবেঙ্গলে (East Bengal)। উমিদ সিং-এর (Omid Singh) টাকা মেটাতে না পারায় ট্রান্সফার ব্যান থেকে মুক্তি পেল না লাল-হলুদ ক্লাব। ফলে জ্যাক জার্ভিসকে (Jake Jervis) সই করানো নিয়ে সমস্যা থেকেই গেল। যদিও কর্তাদের দাবি, বুধবার দুপুরের মধ্যেই উমিদ সিং-এর টাকা মিটিয়ে ট্রান্সফার ব্যান তুলে ফেলবে ক্লাব। তারপরেই নতুন ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল।

গোয়ার বিরুদ্ধে নামতে পারবেন জার্ভিস?

এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচ খেলতে মঙ্গলবারই গোয়া উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। দলের একের পর এক হারে ক্ষুব্ধ সমর্থকরা। হোম ম্যাচেও ফাঁকা থাকছে যুবভারতী। তার ওপর আবার ট্রান্সফার ব্যান। ইস্টবেঙ্গলের আগের ইনভেস্টর শ্রী সিমেন্ট ইতিমধ্যেই উমিদ সিং-এর বকেয়া টাকা দিয়ে দিয়েছে। ইমামি ইস্টবেঙ্গল কর্তারা এখনও সেই টাকা উমিদের কাছে পৌঁছে দিতে পারেননি। ফলে ট্রান্সফার ব্যানের কবলে পড়তে হয়েছে। 

আরও পড়ুন: ট্রান্সফার ব্যানেও জার্ভিসকে গোয়া নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার গোয়ার বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে জ্যাক জার্ভিসকে খেলাতে হলে আজকের মধ্যেই ব্যান কাটিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে টিম ম্যানেজমেন্ট ও কর্তাদের। কাজটা কঠিন হলেও আশাবাদী কর্তারা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো প্রায় শেষের দিকে। এই মাসের মধ্যেই জার্ভিসকে সই করাতে হবে। তা না হলে সমস্যা বাড়বে। অনেকদিন আগেই কলকাতায় চলে এসেছেন এই বিদেশি ফুটবলার। তবে এখনও ট্রান্সফার ব্যানের জন্য লাল-হলুদ জার্সিতে একটাও ম্যাচ খেলা হয়নি তাঁর। তাই দ্রুত সমস্যা সমাধান করতে হবে ইস্টবেঙ্গলকে। নয়ত সমস্যা আরও বাড়বে।

আরও পড়ুন: খোরপোশের পরিমাণে খুশি নন হাসিন, শামির বিরুদ্ধে ফের মামলার তোড়জোড়

প্লে অফের আশা কার্যত শেষ

১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। উল্টোদিকে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এফসি গোয়া। প্লে অফে যাওয়া এক প্রকার নিশ্চিত করে ফেলেছে গোয়া। তবে লিগ শিল্ড জেতার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে তাঁরা। কারণ, ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। একে টানা হারের ধাক্কা, আর বিতর্ক সব মিলিয়ে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। এখনও কেন উমিদ সিং-এর প্রাপ্য টাকা তাঁকে দেওয়া হল না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইস্টবেঙ্গলে। ক্ষুব্ধ সমর্থকরাও। লাল-হলুদের ম্যাচ থাকলে যুবভারতী ভরে থাকত, তবে তা এখন অতীত। ইস্টবেঙ্গলের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন সমর্থকরা।        

Advertisement


 

Advertisement