scorecardresearch
 

East Bengal: ইস্টবেঙ্গলের কোচ কে? দৌড়ে হাবাসও, সম্ভবত বাদ গাম্বাউ

আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) না সের্জিও লোবেরা (Sergio Lobera) কে বসতে চলেছেন ইস্টবেঙ্গল কোচের (East Bengal Coach) চেয়ারে? মঙ্গলবার অবধি যা পরিস্থিতি তাতে জোসেফ গাম্বাউয়ের (Josep Gombau) কোচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মঙ্গলবার রাতে দীর্ঘ সময় বৈঠক করেন ইমামি ও ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা। আর তারপরেই জোরালো হয়েছে জল্পনা। লড়াই এখন দুই স্প্যানিশ কোচের মধ্যে। তবে কেন এগিয়ে তাঁরা? কেনই বা বাদ পড়তে হল ওড়িশা এফসি-র (Odisha FC) প্রাক্তন কোচ? 

Advertisement
লোবেরা ও হাবাস লোবেরা ও হাবাস
হাইলাইটস
  • কোচের লড়াই থেকে বাদ গাম্বাউ
  • ইস্টবেঙ্গলের নতুন কোচ কে?

আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) না সের্জিও লোবেরা (Sergio Lobera) কে বসতে চলেছেন ইস্টবেঙ্গল কোচের (East Bengal Coach) চেয়ারে? মঙ্গলবার অবধি যা পরিস্থিতি তাতে জোসেফ গাম্বাউয়ের (Josep Gombau) কোচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মঙ্গলবার রাতে দীর্ঘ সময় বৈঠক করেন ইমামি ও ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা। আর তারপরেই জোরালো হয়েছে জল্পনা। লড়াই এখন দুই স্প্যানিশ কোচের মধ্যে। তবে কেন এগিয়ে তাঁরা? কেনই বা বাদ পড়তে হল ওড়িশা এফসি-র (Odisha FC) প্রাক্তন কোচ? 

সফল কোচকে দায়িত্ব দিতে চায় লাল-হলুদ
লোবেরা ও হাবাস দুইজনেই ভারতীয় ফুটবলে বেশ সফল কোচ। হাবাস যেমন এটিকে-কে চ্যাম্পিয়ন করেছেন ঠিক একইভাবে ২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) লিগ শিল্ড ও আইএসএল (ISL) চ্যাম্পিয়ন করেন লোবেরা। এফসি গোয়ার (FC Goa) হয়েও ট্রফি জেতার রেকর্ড রয়েছে তাঁর। ২০১৮-১৯ এফসি গোয়াকে সুপার কাপ (Super Cup) চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বার্সেলোনার যুব দলেও বহুদিন কোচিং করিয়েছেন লোবেরা। সাফল্যই ইস্টবেঙ্গল কোচ হওয়ার মাপকাঠি হতে চলেছে। বৈঠক শেষে দেবব্রত মুখোপাধ্যায়, 'আমরা সফল কোচকেই নিয়ে আসার ব্যাপারে কথা বলছি।' স্টিফেন কনস্টানটাইন সুপার কাপ অবধি ইস্টবেঙ্গলের দায়িত্বে রয়েছেন। তারপর কে দায়িত্ব নেবেন টা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এই মরশুমেও ভালো পারফর্ম করতে পারেনি লাল-হলুদ। ক্লেইটনরা তাঁদের অভিযান শেষ করেছেন নয় নম্বরে থেকে। ফলে হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা।

আরও পড়ুন: ন্যু ক্যাম্পে বাজল অরিজিতের গান, স্পেনে ইতিহাস বাঙালি গায়কের

কো স্পন্সর খুঁজছে ইস্টবেঙ্গল
মঙ্গলবারের বৈঠকে কো স্পন্সর নিয়ে বেশ কিছুটা সময় আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আসলে ভালো দল গঠন করতে ২০ কোটি টাকায় হবে না। দরকার আরও অনেক টাকা। সেই জন্যই আরও স্পন্সর নিয়ে আসতে চাইছে লাল-হলুদ। কোচের সঙ্গে আলোচনা করেই ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কর্তারা। আগামী কয়েকদিনের মধ্যেই কোচের নাম ঘোষণা করে দেবেন কর্তারা। 

Advertisement

আরও পড়ুন: দেশের হয়ে আরও গোল করতে চাই, বলছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী

বাবাকে হারিয়েও বৈঠকে সৈকত
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা সৈকত গঙ্গোপাধ্যায়। এর মধ্যেও মঙ্গলবারের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। ইস্টবেঙ্গল কর্তারা যে এবার দল গঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে চাইছেন তা বোঝাই যাচ্ছে। যদিও কাজটা বেশ কঠিন। সব দলই প্রায় নিজেদের গুছিয়ে নিয়েছে। এমন অবস্থায় ভালো ভারতীয় ফুটবলার পেতেও সমস্যা হবে। চেষ্টায় ত্রুটি রাখতে নারাজ লাল-হলুদ কর্তারা।  

Advertisement