scorecardresearch
 

East Bengal Transfer News: কুয়াদ্রাতের সহকারী কে? শোনা যাচ্ছে সুনীলদের প্রাক্তন সতীর্থের নাম

ইস্টবেঙ্গলের কোচ (East Bengal Coach) হিসেবে কার্লোস কুয়াদ্রাত দায়িত্ব নেওয়ার পরেই নতুন সহকারী কোচ নেওয়ার কথা শোনা গিয়েছিল। যদিও নিজের দায়িত্বে বহাল থাকবেন বিনো জর্জ (Bino George)। শোনা যাচ্ছে, বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) প্রাক্তন মিডফিল্ডারকে সহকারী করে লাল-হলুদে আনতে পারেন কুয়াদ্রাত ।

Advertisement
ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত

ইস্টবেঙ্গলের কোচ (East Bengal Coach) হিসেবে কার্লোস কুয়াদ্রাত দায়িত্ব নেওয়ার পরেই নতুন সহকারী কোচ নেওয়ার কথা শোনা গিয়েছিল। যদিও নিজের দায়িত্বে বহাল থাকবেন বিনো জর্জ (Bino George)। শোনা যাচ্ছে, বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) প্রাক্তন মিডফিল্ডারকে সহকারী করে লাল-হলুদে আনতে পারেন কুয়াদ্রাত ।
 

কাকে সহকারী কোচ করতে পারে ইস্টবেঙ্গল?
শোনা যাচ্ছে, দিমাস দেলগার্ডোকে সহকারী হিসেবে নিয়ে আসা হতে পারে। সুনীল ছেত্রীদের প্রাক্তন সতীর্থ ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং-এ আসতে চান। নিজের প্রাক্তন ছাত্রকে কি সেই জন্যই ইস্টবেঙ্গলে ডেকে নিলেন লাল-হলুদের হেডস্যার? সেটা যদিও নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। কারণ, এখনও সরকারি ভাবে কিছুই ঘোষণা হয়নি। তবে ট্রান্সফার মার্কেটে খবর এমনটাই। ফুটবলার হিসেবে দিমাসের রেকর্ড বেশ ভালো। তবে কোচিং জীবনের অভিজ্ঞতা নেই। তবে উয়েফা এ লাইসেন্স রয়েছে তাঁর। সেই জন্যই মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলে আসতে পারেন দিমাস।

dimas delgado
সুনীলের সঙ্গে দিমাস দেলগার্ডো ছবি- ইনস্টাগ্রাম

ফুটবলার হিসেবে একবার বেঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দিমাস। ৪০ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফল্ডার বেঙ্গালুরু এফসি, ছাড়াও ওয়েস্টার্ন সিডনি এমনকি বার্সেলোনা বি দলের হয়েও খেলেছেন এই ফুটবলার। লা লিগাতেও ২০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগে কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুর কোচ ছিলেন সেই সময়ই সুনীলদের দলে যোগ দেন দিমাস। ৫৯ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। আইএসএল প্লে অফেও একটি গোল করেছেন দেলগার্ডো। দুটি অ্যাসিস্টও আছে তাঁর। এই স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারকেই কুয়াদ্রাতের সহকারী কোচ করতে পারে ইমামি ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন: ‘গুরুত্বটা দলকে দেওয়া উচিত’, ইস্তফা দিয়ে বললেন ইস্টবেঙ্গলের কোচ

Advertisement


এখনও স্পেনের ক্লাব মন্তানেশার হয়ে খেলছেন তিনি। যদিও জুন মাসেই তাঁর চুক্তি শেষ হতে চলেছে। তারপরেই ইস্টবেঙ্গলে আসতে পারেন তিনি। এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন: মোহনবাগানে আসার আগে দারুণ ছন্দে বিশ্বকাপার, এ লিগে দুর্দান্ত গোল


শোনা যাচ্ছে, খেলার সুযোগ না পাওয়ায়, ইস্টবেঙ্গলে আসতে পারেন হরমনপ্রীত সিং। এর আগেও শ্রী সিমেন্টের (Shree Cement) সময় ইস্টবেঙ্গলে এসেছিলেন তিনি। বেঙ্গালুরু এফসি-র অ্যাকাডেমি থেকে উঠে আসা এই স্ট্রাইকার সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) রিজার্ভ দলেও ছিলেন। অনূর্ধ্ব-২১ দলেও ছিলেন এই স্ট্রাইকার। এই মরশুমে ডেভলপমেন্ট লিগেও খেলেছেন তিনি। যদিও একটাও গোল করতে পারেননি হরমনপ্রীত। বেঙ্গালুরু আগে ইন্ডিয়ান অ্যারোজের (India Arrows) হয়েও খেলেছেন এই স্ট্রাইকার। ৪০ লক্ষ টাকাতেই ইস্টবেঙ্গলে আসতে পারেন এই স্ট্রাইকার। শুধু স্ট্রাইকার হিসেবে নয়, রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এই ফুটবলার। মাত্র ২১ বছর বয়সী এই স্ট্রাইকার দলে এলে বেশ কিছুটা সুবিধা পেতে পারে কার্লোস কুয়াদ্রাটের দল।           

Advertisement