১৬ আগস্ট নৈহাটিতে প্রস্তুতি খেলতে পারে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। কিছুদিনের মধ্যেই ডুরান্ড কাপে (Durand Cup) খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) কলকাতায় এসেই দল নিয়ে নেমে পড়েছেন। হাতে সময় খুব কম। তার মধ্যেই দলকে শক্তিশালী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ কোচ। বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিয়ে ১৩ জনের দল গড়েছে ইমামি ইস্টবেঙ্গল। এই দলে পরে যোগ দিয়েছেন সুমিত পাসি ও গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী। বিরাট প্রত্যাশার সামনে দাঁড়িয়ে গত দুই বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ঝাঁপাতে চায় ইমামি ইস্টবেঙ্গল।
তবে কোন দলের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলবে তা এখনও জানান হয়নি। শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ইমামি ইস্টবেঙ্গল। তবে এখনও সরকারী ভাবে কিছুই জানান হয়নি। নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা রয়েছে। ১৬ আগস্টই ডুরান্ড কাপে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন: খান ৪ লিটার দুধ-বাদাম, কী কী ওয়ার্ক আউট করেন বজরং?
আরও পড়ুন: ফের AIFF-কে ধমক দিল FIFA-র, সরতে পারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
ডুরাণ্ড কাপে বিদেশি ফুটবলার দলে থাকবেন। তবে এখনও লাল-হলুদে কোনও বিদেশি ফুটবলার আসেননি। ২৮ আগস্টের ডার্বি নিয়ে ময়দানে পারদ চড়ছে। ইমামি ইস্টবেঙ্গল ধাপে ধাপে এগোতে চায়। ২২ আগস্টে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। এই ম্যাচের পরে ডার্বি নিয়ে পরিকল্পনা সাজাতে চায় তারা।
আরও পড়ুন: ২ বছর পর শহরে ইস্টবেঙ্গল vs মোহনবাগান, কীভাবে টিকিট কাটবেন-কত দাম?
ইতিমধ্যে রিজার্ভ ফুটবলারদের অনুশীলন চলছে। কিন্তু আইএসএলে এই ফুটবলাররাই কি প্রথম দলে থাকবেন? ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ''কলকাতা লিগ ডুরাণ্ড কাপ এবং আইএসএল ছাড়াও আরও বেশ কিছু টুর্নামেন্ট খেলবে দল।'' রিজার্ভ দলের কোনও ফুটবলার ধারাবাহিক পারফর্ম করলে তাঁকে আইএসএল-এর প্রথম দলে নিয়ে নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন দেবব্রত সরকার। তিনি বলেন, “রিজার্ভ দলের কোনও ফুটবলাররা যদি ভালো পারফরম্যান্স করে, তারা মূল দলে আসতেই পারে। শুধু কলকাতা লিগ বা আইএসএল কেন ইস্টবেঙ্গল বরদলৈ ট্রফি, শিল্ড,আই লিগ দ্বিতীয় ডিভিশন,অনূর্ধ্ব-২১ জাতীয় লিগ খেলতেই পারে। সেখানে রিজার্ভ দলের ফুটবলাররা খেলবে। পচিশটা ম্যাচ ওদের জন্যও রয়েছে।''