Emami East Bengal: ISL-এর আগে ইস্টবেঙ্গলের নয়া জার্সি, ডিজাইনে ৯০'র নস্টালজিয়া?

সমস্ত সমর্থকদের মধ্যেই নতুন জার্সি নিয়ে কৌতুহল দেখা গিয়েছে। জার্সি প্রকাশ না পেলেও সূত্রের খবর, পুরনো জার্সির ডিজাইনকে ফেরত আনা হতে পারে।

Advertisement
ISL-এর আগে ইস্টবেঙ্গলের নয়া জার্সি, ডিজাইনে ৯০'র নস্টালজিয়া?এমনই হতে পারে ইমামি ইস্টবেঙ্গলের জার্সি
হাইলাইটস
  • নতুন জার্সি ইস্টবেঙ্গলের
  • আজই উদ্বোধন

ইন্ডিয়ান সুপার লিগের আগে নয়া জার্সির উদ্বোধন করতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। বৃহস্পতিবার দুর্গা পুজোর চতুর্থির দিনে রাজডাঙ্গার উদয় সংঘ ক্লাবে জার্সি উন্মোচন হবে। এমনটাই জানানো হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। 


কেমন হবে নতুন জার্সি?
সমস্ত সমর্থকদের মধ্যেই নতুন জার্সি নিয়ে কৌতুহল দেখা গিয়েছে। জার্সি প্রকাশ না পেলেও সূত্রের খবর, পুরনো জার্সির ডিজাইনকে ফেরত আনা হতে পারে। ১৯৯৬ সালের জার্সির আদলেই এই মরশুমের জার্সি তৈরি করা হতে পারে বলে জানা গিয়েছে। জার্সির মাঝ বরাবর কোনাকুনি দুই রঙ থাকবে। ওপরের অংশে থাকবে লাল রঙ আর নীচের অংশে থাকবে হলুদ।

আরও পড়ুন: সূর্যকুমার-রাহুলের ৫০, দঃ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল ভারত

কেন ১৯৯৬ সালের জার্সি ফিরিয়ে আনা হতে পারে?
আসলে ১৯৯৬ মরশুমে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল ইমামি। সেটা যদিও ছিল স্পন্সরশিপ। তবে এবার ইনভেস্টর হিসেবে লাল-হলুদের সঙ্গে যুক্ত হয়েছে ইমামি গ্রুপ। সেই জন্যই পুরনো জার্সি ফিরিয়ে আনা হতে পারে।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিং চাহার-আর্শদীপের, ১০৭ রান করতে হবে ভারতকে


নতুন জার্সিতে সাফল্যের কামনা
১৯৯৬ সালে এই জার্সি পরেই ফেডারেশন কাপ ও কলকাতা লিগ (Calcutta League) জিতেছিল ইস্টবেঙ্গল। আর এবার এই জার্সি পরে ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য ফিরে পাবে ইমামি ইস্টবেঙ্গল? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে। ডুরান্ড কাপে সাফল্য আসেনি। একটা ম্যাচ মাত্র জিততে পেরেছে লাল-হলুদ ক্লাব। তবে আইএসএল-এ দল ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন: 'দীপ্তি ঠিক করেছে,' ম্যানকাডিং নিয়ে মুখ খুললেন ঝুলন


কলকাতা লিগের ম্যাচ পরিত্যক্ত
কলকাতা প্রিমিয়ার ডিভিশনের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গলের। তবে নৈহাটি স্টেডিয়ামে প্রবল বৃষ্টির জন্য এই ম্যাচ বতিল হয়ে যায়। সুপার সিক্সে এরিয়ানের বিরুদ্ধে খেলার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইমামি ইস্টবেঙ্গল। সেই জন্যই দ্বিতীয় ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ ছিল লাল-হলুদের জন্য। তবে সেই ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় হতাশ ইমামি ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। 

Advertisement

POST A COMMENT
Advertisement