scorecardresearch
 

Deepti Sharma Mankading: 'দীপ্তি ঠিক করেছে,' ম্যানকাডিং নিয়ে মুখ খুললেন ঝুলন

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দীপ্তি শর্মার করা রান আউট নিয়ে নানা মহলে নানা ধরনের প্রশ্ন ওঠে। বিশেষ করে ইংল্যান্ড সমর্থকরা একেবারেই খুশি ছিলেন না ভারতীয় স্পিনারের এই কাজে। 

Advertisement
দীপ্তির সঙ্গে ঝুলন ছবি-দীপ্তি শর্মার টুইটার দীপ্তির সঙ্গে ঝুলন ছবি-দীপ্তি শর্মার টুইটার
হাইলাইটস
  • দীপ্তির পাশে দাঁড়ালেন ঝুলন
  • কোনও ভুল করেনি দীপ্তি, জানালেন ঝুলন

একেবারে সঠিক কাজ করেছেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। এমনটাই মনে করেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দীপ্তি শর্মার করা রান আউট নিয়ে নানা মহলে নানা ধরনের প্রশ্ন ওঠে। বিশেষ করে ইংল্যান্ড সমর্থকরা একেবারেই খুশি ছিলেন না ভারতীয় স্পিনারের এই কাজে। 

ম্যাকাডিং করলেন দীপ্তি
ইংল্যান্ডের ইনিংসের ৪৪তম ওভারে ঘটনাটি ঘটে। সেই সময় ইংল্যান্ডের জেতার জন্য দরকার ছিল ১৬ রান। শেষ ব্যাটসম্যান ফ্রেয়া ডেভিসের সঙ্গে ক্রিজে ছিলেন শার্লট ডিন। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা শার্লট ডিন ওই ওভারের চতুর্থ বল ডেলিভারি করার আগেই ক্রিজের বাইরে চলে যান। দীপ্তি দারুণ দক্ষতায় তা দেখতে পেরে উইকেট ভেঙে দেন। আম্পায়ারের কাছে আউটের আবেদন জানালে, আম্পায়ার শার্লটকে আউট দিয়ে দেন। 

 

আরও পড়ুন: যুবরাজ-ফ্লিন্টফ ঝামেলা মনে আছে? T20 বিশ্বকাপে বারবার তপ্ত হয়েছে বাইশ গজ

পাশে দাঁড়ালেন ঝুলন
ভারতের সদ্য প্রাক্তন তারকা ঝুলন যদিও দীপ্তির পাশেই দাঁড়ালেন। ক্যাপ্টেন হরমনপ্রীতের মতোই তিনিও জানালেন, দীপ্তি নিয়ম ভাঙেনি। তাই এটা নিয়ে প্রশ্ন করারও কিছু নেই। ঝুলন এক সাক্ষাৎকারে বলেন, ''দীপ্তি তো ভুল কিছু করেনি, লিনকে আগেও সতর্ক করেছিল ও। না শুনলে ওর কী করার আছে? এটা নিয়ে এত কথা বলার কী দরকার আমি তো বুঝতে পারছি না।'' তিনি আরও বলেন, ''এখন নিয়ম অনুসারে এটা বৈধ। নিয়মের মধ্যে থেকেই কাজটা করেছে দীপ্তি। এটাই আধুনিক ক্রিকেট।''

ঝুলন গোস্বামী
ঝুলন গোস্বামী

আরও পড়ুন: ICC T20 র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে সূর্যকুমার, সেরা দশে একমাত্র ভারতীয়

লর্ডসে শেষ ম্যাচ খেললেন ঝুলন
২০ বছর ক্রিকেট খেলার পর অবসর নিয়েছেন ঝুলন। আর সেই সিরিজেই ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে এসেছে ভারতের মেয়েরা। ভারতীয় মহিলা দলের এই সাফল্যে দারুণ খুশি ঝুলন। আর তাঁর শেষ ম্যাচ এভাবে স্মরণীয় করে রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছেন সতীর্থদের। ঝুলন বলেন, ''ইংল্যান্ডের মাঠে গিয়ে ওদের হারানোর মজাটাই আলাদা। শেষ ম্যাচ খেললাম লর্ডসে। আর জিতে ফিরলাম। ধন্যবাদ আমার সতীর্থদের।''   

Advertisement

 

Advertisement