Netherlands vs England: বিশ্বরেকর্ড, নেদারল্যান্ডস বোলারদের পিটিয়ে ৪৯৮ রান করল ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে জস বাটলারের ১৬২ রান সহ ৩ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। জস বাটলার মাত্র ৭০ বলে ১৪ ছক্কা ও ৭ ছক্কায় ১৬২ রান করেন। লিয়াম লিভিংস্টোন তখন মাত্র ২২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ৬ চার ও ৬ ছক্কা ছিল। 

Advertisement
বিশ্বরেকর্ড, নেদারল্যান্ডস বোলারদের পিটিয়ে ৪৯৮ রান করল ইংল্যান্ড জস বাটলার
হাইলাইটস
  • বিশ্বরেকর্ড ইংল্যান্ডের
  • ৪৯৮ রান করল তারা

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ইতিহাস গড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৯৮ রান করে, যা একদিনের ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর। মাত্র চার উইকেট হারিয়ে এই স্কোর গড়েছে ইংল্যান্ড, মনে হচ্ছিল ইংল্যান্ড ৫০০ পেরিয়ে যাবে কিন্তু তা হয়নি।  

ইংল্যান্ডের হয়ে জস বাটলারের ১৬২ রান সহ ৩ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। জস বাটলার মাত্র ৭০ বলে ১৪ ছক্কা ও ৭ ছক্কায় ১৬২ রান করেন। লিয়াম লিভিংস্টোন তখন মাত্র ২২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ৬ চার ও ৬ ছক্কা ছিল। 

ইংল্যান্ড ব্যাটিং- 

• জেসন রয়- ১ রান, ৭ বলে
• ফিল সল্ট- ১২২ রান, ৯৩ বলে, ১৪ চার, ৩ ছক্কা- 
• ডেভিড মালান- ১২৫ রান, ১০৯ বল, ৯ চার, ৩ ছক্কা।
• জস বাটলার- ১৬২ রান, ৭০ বল, ৭ চার, ১৪ ছক্কা
• ইয়ন মরগান- ০ রান ১ বল
• লিয়াম লিভিংস্টোন- ৬৬ রান, ২২ বলে, ৬ চার, ৬ ছক্কা।

ইংল্যান্ডের মোট ইনিংসে ২৬টি ছক্কা মারা হয়েছে, আর ৩৬টি চার মেরেছে। যে সমস্ত ব্যাটসম্যান রান করেছেন তাদের স্ট্রাইক রেট ছিল ১০০-এর উপরে। 

ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর ইংল্যান্ড

এই ম্যাচে ৪৯৮ রান করে ইতিহাস গড়েছে এবং ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ স্কোর করেছে। উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ দুটি রানও ইংল্যান্ডের নামে। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ তিনটি স্কোরই ইংল্যান্ডের নামে। 

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে চতুর্থ T20 ম্যাচেই হয়তো টিমে ডি'কক

আরও পড়ুন: ব্য়র্থ আবেশ, রাজকোটেই টিম ইন্ডিয়ায় অভিষেক উমরানের?

• ইংল্যান্ড- ৪৯৮/৪ বনাম নেদারল্যান্ডস,১৭-০৬-২০২২ 
• ইংল্যান্ড- ৪৮১/৬ বনাম অস্ট্রেলিয়া, ১৯-০৬-২০১৮
• ইংল্যান্ড- ৪৪৪/৩ বনাম পাকিস্তান, ৩০-০৮-২০০৬  

Advertisement

POST A COMMENT
Advertisement