কিছুদিন আগে অবধিও বাংলাদেশের রবিনকে কেউ চিনতেন না। বাংলাদেশের নাগরিক হলেও গত ১৫ বছর ধরে তিনি ব্রাজিলে (Beazil)র বাসিন্দা। ব্রাজিলে থাকলেও রবিন আসলে কী করেন সে সম্পর্কে কোনও ধারণা ছিল না প্রতিবেশীদের। বাংলাদেশের রবিনের গল্প ভাইরাল হতেই তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশিরা। আসলে ব্রাজিলের সুপারস্টার নেইমারের (Neymar) 'বন্ধু' রবিন। রবিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ (FIFA World Cup 2022)। আর সেখানে সকলের চোখ থাকবে নেইমারের দিকে।
ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে
শুক্রবার কাতার থেকে অসুস্থ মা কে দেখতে বাড়িতে আসেন রবিন। তাঁকে দেখতে পেয়েই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্রামে। পরিবারের চার ভাই ও তিন বোনের মধ্যে রবিনই ছোট। নেইমারের পাবলিসিটি ম্যানেজার হিসেবে কাজ করেন রবিন।
কীভাবে রবিনের সঙ্গে দেখা হল নেইমারের
পড়াশুনো শেষ করে চাষবাসের কাজ শুরু করেন রবিন। সেই সময় ব্রাজিলের জোয়ান সোলসারের সঙ্গে দেখা হয় তাঁর। সোলসার আবার নেইমারের বন্ধু। সেই সূত্রেই ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে পরিচয় হয় রবিনের। এরপর ব্রাজিলে চলে যান বাংলাদেশের যুবক। এখন রবিন ও সোলসার নেইমারের পাবলিসিটি ম্যনেজ করেন। নেইমারকে দেখতে না পেলেও রবিনের সঙ্গে দেখা করে দুধের স্বাদ ঘোলে মেটালেন গ্রামের প্রতিবেশিরা।
আরও পড়ুন: বিরাট ধাক্কা খেল ফ্রান্স, চোটের জন্য বাদ তারকা স্ট্রাইকার
নেইমার একেবারে মাটির মানুষ। জানালেন রবিন। বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন বলেন, 'ব্যক্তিগতভাবে নেইমার একেবারে সহজ সরল একজন মানুষ। বাংলাদেশ নিয়েও তাঁর ধারণা রয়েছে। এ দেশের অগনিত ভক্তের কথা জানেন নেইমার। ইন্টারনেটে তাঁর ভক্তদের কথা জানতে পেরে দারুণ আপ্লুত হয়েছেন তিনি।''
আরও পড়ুন: আজ থেকে শুরু বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন?
বাংলাদশে মেসি ও নেইমারকে একসঙ্গে আনতে চাইছেন রবিন। দুই জনেই বাংলাদেশে দারুণ জনপ্রিয়। নেইমারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন বাংলাদেশের যুবক। তবে স্পন্সর খুঁজছেন তিনি। দুই তারকার মধ্যে কেউ যদি বিশ্বকাপ জিতে বাংলাদেশে পা রাখেন তবে সেটা আরও স্পেশাল হয়ে উঠবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। কারণ দুই তারকার এটাই শেষ বিশ্বকাপ হতে পারে। মেসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁর সিদ্ধান্তের কথা। তবে নেইমার নিশ্চিত করে কিছু বলেননি। দুই জনেই একসঙ্গে পিএসজি-তে খেলেন।