পঞ্চম বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে নামছেন পর্তুগালের (Portugal) তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার আগে নিজের দল নিয়ে রোমাঞ্চিত তিনি। নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে তৈরি পর্তুগাল দল এবারের বিশ্বকাপে ভালো পারফর্ম করবে বলেই মনে করেন সিআর সেভেন। তাঁর আশাবাদী হওয়ার কারণও রয়েছে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুন মিশ্রণ এই দলকে আরও শক্তিশালী করে তুলেছে। রোনাল্ডো মনে করেন এবারের বিশ্বকাপ ফুটবলের ধরণ বদলে দিতে পারে।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ''বিশ্বকাপের জন্য এবার যে দল তৈরি হয়েছে তাতে তারুণ্য ও অভিজ্ঞতার দারুন মিশ্রণ রয়েছে। আশা করি পর্তুগাল যে বিশ্বের অন্যতম সেরা দল সেটা তারা গোটা বিশ্বকে দেখাতে পারবে।''
পঞ্চম বিশ্বকাপে অংশ নেওয়ার রোনাল্ডোকে আরও রোমাঞ্চিত করেছে, দলে তরুণ ফুটবলারদের উপস্থিতি। তিনি বলেন, ''পর্তুগালের হয়ে অতীতে যারা খেলেছেন। বা এখন যারা খেলছে। তাদের প্রত্যেককে অনেক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নতুন প্রজন্মের এক ঝাঁক ফুটবলারকে দেখি আমি রোমাঞ্চিত।'' পাশাপাশি এও জানিয়ে দেন, তারা বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়েই কাতারে পা রেখেছেন।
এবার রোনাল্ডোর হাত ধরে যদি পর্তুগাল বিশ্বকাপ পায়, তবে এটা হবে তাদের প্রথম বিশ্বকাপ জয়। তবে এখনই এ ব্যাপারে ভাবতে নারাজ তিনি। বাকি দল গুলোর শক্তির কথা বিচার করে সতর্ক হচ্ছেন তিনি। রোনাল্ডো বলেন, ''এখানে বিশ্বের সেরা দলগুলো খেলতে এসেছে। সর্বোচ্চ পর্যায়ের প্রতিভারা নিজেদের দক্ষতা প্রমাণ করতে এসেছে। ফলে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, মাথা ঠান্ডা করে দেখতে হবে আমরা কী করতে পারি।'' এবারের বিশ্বকাপে দাপিয়ে বেড়াবেন ন্নতুন প্রজন্মের তারকারা। সেটাও জানিয়ে দিলেন সিআর সেভেন। তিনি বলেন, '' এবারের বিশ্বকাপ নতুন প্রজন্মের তারকাদের হতে চলেছে। তারা খেলার ধরন বদলে দিতে পারে।''
ব্যক্তিগত ভাবে বিতর্কের কেন্দ্রে রয়েছেন রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে তার দেওয়া সাক্ষাৎকার আলড়োন ফেলে দিয়েছে গোটা বিশ্বে। তবে এখন আর ক্লাব নয়। নিজের দেশকে বিশ্বকাপ দেওয়ায় লক্ষ্য রোনাল্ডো।