scorecardresearch
 

FIFA World Cup 2022: আর্জেন্টিনার ফাইনাল মিলিয়েছেন, জিতবে কে? ভবিষ্যদ্বাণী আধুনিক নস্ট্রাদামুসের

বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর আগেই ব্রাজিলের অ্যাথোস সালোম জানিয়ে দিয়েছিলেন, ফাইনালে উঠবে আর্জেন্টিনা ও ফ্রান্স (Argentina vs France)। আর সেটাই হয়েছে। তবে শুধু বিশ্বকাপের ভবিষ্যৎবানী মিলিয়ে দেওয়া নয়, এর আগে কোভিড ১৯ (Covid-19) প্যানডেমিক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এবং আধুনিক নস্ট্রাদামুসের (Modern Nostradamus) সর্বশেষ ভবিষ্যদ্বাণী ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়’র মৃত্যুও ফলে গিয়েছে তাঁর নির্ধারিত সময়মতো। এবার বিশ্ব ফুটবলের মহারণ নিয়ে ভবিষ্যদ্বানী করে দিয়ে ফের শিরোনামে। এবার ফুটবল নিয়ে ভবিষ্যৎ বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।

Advertisement
ফাইনালে জিতবে কারা? ফাইনালে জিতবে কারা?
হাইলাইটস
  • মিলে যাবে ফাইনালের ভবিষ্যতবাণী?
  • ফ্রান্সই জিতবে মত আধুনিক নস্ট্রাদামুসের

বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর আগেই ব্রাজিলের অ্যাথোস সালোম জানিয়ে দিয়েছিলেন, ফাইনালে উঠবে আর্জেন্টিনা ও ফ্রান্স (Argentina vs France)। আর সেটাই হয়েছে। তবে শুধু বিশ্বকাপের ভবিষ্যৎবানী মিলিয়ে দেওয়া নয়, এর আগে কোভিড ১৯ (Covid-19) প্যানডেমিক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এবং আধুনিক নস্ট্রাদামুসের (Modern Nostradamus) সর্বশেষ ভবিষ্যদ্বাণী ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়’র মৃত্যুও ফলে গিয়েছে তাঁর নির্ধারিত সময়মতো। এবার বিশ্ব ফুটবলের মহারণ নিয়ে ভবিষ্যদ্বানী করে দিয়ে ফের শিরোনামে। এবার ফুটবল নিয়ে ভবিষ্যৎ বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

ফাইনালে হেরে যাবে আর্জেন্টিনা

ব্রাজিলিয়ান সালোম জানিয়ে দিয়েছেন এবারেও বিশবকাপ অধরা থেকে যাবে লিওনেল মেসির (Lionel Messi) কাছে। আরও একবার চ্যাম্পিয়ন হবে ফ্রান্স (France)। কেরিয়ারের শেষ বিশ্বকাপে দেশকে সোনালি ট্রফি উপহার দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা। বরং চোট আঘাতের সমস্যা কাটিয়ে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স। আরও একবার কাপ জয় করবে ফরাসিরা।

আরও পড়ুন: রেকর্ড দর্শক-শীতকাল, কাতার বিশ্বকাপের ১০ অজানা তথ্য

'ব্রাজিল বিশ্বকাপ জিতবে না' 
ব্রাজিলকে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হলেও সালোম জানিয়ে দিয়েছিলেন, ২০ বছরের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হবে। কাতারে বিশ্বকাপ জেতা হবে না নেইমারদের (Neymar) ঠিক সেটাই হয়েছে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে সালোমের ভবিষতবাণী যদি এবারেও ঠিক হয়ে যায়, তবে মন ভেঙে যাবে লক্ষ লক্ষ আর্জেন্টাইন সমর্থকদের। 

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী দলের পুরস্কার অর্থ 'বিস্ময়কর'

কীভাবে ফাইনালে আর্জেন্টিনা?
গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১ গোলে এগিয়ে থেকেও হেরে যেতে হয় আর্জেন্টিনাকে। যদিও তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। মেক্সিকো ও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলয় পৌঁছে যায় তারা। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলেন মেসিরা। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠে যায় দুই বারের চ্যাম্পিয়নরা। এরপর ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে চলে যায় আর্জেন্টিনা।

Advertisement

আরও পড়ুন: প্রাইভেট জেট-লাক্সারি বাংলো, ধনকুবের মেসির সম্পত্তি কত জানেন?

কীভাবে ফাইনালে ফ্রান্স?
এবারের বিশ্বকাপে একটি ম্যাচ হেরেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্সও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। ডেনমার্কের বিরুদ্ধে ২-১ গোলে জিতে শেষ ষোল নিশ্চিত করে ফেলে তারা। এরপরেই ছন্দপতন। তিউনিশিয়ায় কাছে ০-১ গোলে হেরে যায় তারা। পল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে যান কিলিয়ান এমবাপেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে তারা। এরপর মরক্কোকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছেন অলিভার জিরুরা। 

Advertisement