২০২২ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দুটি ম্যাচ বাকি রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলতে নামবে ক্রোয়েশিয়া ও মরক্কো (Croatia vs Morocco)। রবিবার ফাইনাল। সেই ম্যাচে খেলবে আর্জেন্টিনা ও ফ্রান্স (Argentina vs France)। তবে এবারের বিশ্বকাপে বেশ কিছু অবাক করা ঘটনা ঘটেছে। যা গোটা বিশ্ববাসীকে চমকে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ
ব্লুমবার্গের মতে, কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য ৩০০ বিলিয়ন ডলার (২৪৪২০০০ কোটি টাকা) ব্যয় করেছে । ইকোনমিক টাইমস অনুসারে , নতুন স্টেডিয়াম নির্মাণে খরচ হয়েছে ৬.৫ বিলিয়ন ডলার (৫৩০ কোটি টাকা)। তুলনায়, ফোর্বসের মতে, রাশিয়া ২০১৮ বিশ্বকাপ আয়োজনের জন্য মাত্র ১৪.২ বিলিয়ন ডলার (১১৫৯১৩ কোটি টাকা) খরচ করেছিল ।
সংক্ষিপ্ততম বিশ্বকাপ
কাতার বিশ্বকাপ ২৮ দিন ব্যাপী, ১৯৯৮ সালের পর এটাই সংক্ষিপ্ততম ফুটবল বিশ্বকাপ। ১৯৯৮ সালেই প্রথমবার বিশ্বকাপে ৩২টি দোল সুযোগ পায়। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ ৩২ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল, ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে ১৮ ডিসেম্বর।
আরও পড়ুন: বিশ্বকাপজয়ী দলের পুরস্কার অর্থ 'বিস্ময়কর', রানার-আপ কত পাবে?
বিশ্বকাপে প্রথমবার অংশ নিল কাতার
আয়োজক দেশ হিসাবে, কাতারের জাতীয় দল বিশ্বকাপ 2022 এর যোগ্যতা অর্জন করেছে। এটি তাদের প্রথম ফিফা বিশ্বকাপ। যদিও তারা এবারের বিশ্বকাপে সমস্ত ম্যাচ হেরে বিদায় নিয়েছে। ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ০-২ গোলে হারের পর সেনেগালের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে যায় তারা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ০-২ গোলে হেরে বিদায় নেয় তারা।
শীতকালে খেলা প্রথম ফিফা বিশ্বকাপ
এই প্রথম মে, জুন বা জুলাইয়ের পরিবর্তে নভেম্বর ও ডিসেম্বর মাসে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। কাতারে গরমকালে খেলা বেশ কঠিন, সেই কারণেই বিশ্বকাপ শীতকালে অনুষ্ঠিত হয়েছে। যখন আবহাওয়া মনোরম হয়। তবে মরশুমের মাঝেই বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে বেশকিছু দেশকে।
আরও পড়ুন: চাকরি ছাড়লেন পর্তুগিজ কোচ স্যান্তোস
টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ও বয়স্ক খেলোয়াড়
জার্মানির ১৮ বছর বয়সী ইউসুফা মৌকোকো এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এবারের বুন্দেসলিগায়, তিনি বরুসিয়া ডর্টমুন্ডকে তিনটি অ্যাসিস্ট এবং ছয়টি গোলে করে ফেলেছেন। এদিকে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হলেন মিশরীয় গোলরক্ষক এসাম এল-হাদারি , বয়স ৪৫।
১.৫ মিলিয়ন দর্শক
দ্য হিন্দুর রিপোর্ট অনুসারে, ১.৫ মিলিয়নেরও বেশি সমর্থক এবারে পাসের জন্য আবেদন করেছেন। পাসটি ভিসা, পরিবহন এবং ম্যাচের টিকিট হিসাবে কাজ করে।এই পাস থাকলে ফ্যান জোনে ঢোকা যায়। ব্লুমবার্গের হিসাবে , অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
নেদারল্যান্ডসের বিশ্বকাপে অংশগ্রহণ
দুই বিশ্বকাপ পরে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। তবে এবারে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। চার বারের বিশ্বকাপ জয়ী ইতালির বিশ্বকাপ খেলতে না পারা ফুটবল প্রেমীদের অবাক করেছে।
বিয়ার নিষিদ্ধ
কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এ স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছে। বিয়ার শুধুমাত্র হসপিটালিটি বক্সে এবং ফ্যান জোনে সন্ধ্যা ৭টার পর পাওয়া যাবে। শুয়োরের মাংস বা তা থেকে তৈরি কোনও খাবারও নিষিদ্ধ করা হয়েছিল।
সমকামী প্রেমের প্রতি সমর্থন নিষিদ্ধ
কাতারে সমকামী প্রেম নিষিদ্ধ। সেই জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়,রংধনু পতাকা। পরে যদিও স্টেডিয়ামে রংধনু পতাকা নিয়ে মাঠে প্রবেশ করার অনুমতি মেলে। সমকামী প্রেমের সমর্থনে ওয়ান লাভ আর্মব্যান্ড পরে মাঠে নামতে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তাঁকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।
পাঁচ বিলিয়ন দর্শক সংখ্যা
TOI-এর রিপোর্ট অনুসারে, ২০২২ বিশ্বকাপ দেখার জন্য প্রায় পাঁচ বিলিয়ন মানুষ টেলিভিশনে বা ডিজিটাল মাধ্যমে চোখ রাখবেন। যা বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি! বিশ্বকাপের ইতিহাসে এটা রেকর্ড।
মেসি ও রোনাল্ডোর শেষ বিশ্বকাপ?
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি,জানিয়ে দিয়েছেন, ফাইনালে ফল যাই হোক এটাই তার শেষ বিশ্বকাপ। অপরদিকে পর্তুগাল অধিনায়ক ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলে তাঁর ভবিষ্যত সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেননি। বয়সের দিক থেকে বিচার করলে,কাতার বিশ্বকাপই হয়ত দুই ফুটবলারের শেষ বিশ্বকাপ।