scorecardresearch
 

FIFA World Cup 2022 Semi Final Argentina VS Croatia: নেইমারের স্বপ্নভঙ্গ করেছেন মরডিচরা, মেসিরা পারবেন? নজরে আর্জেন্টিনা VS ক্রোয়েশিয়া

Lionel Messi vs Luka Mordic: ২০১৮ সালের বিশ্বকাপে (FIFA World Cup 2018) রানার্স আপ দল ছিল ক্রোয়েশিয়া (Croatia)। বিশ্বকাপজয়ের স্বপ্নে মেসির সামনে আপাতত সবচেয়ে বড় বাধা ক্রোয়েশিয়া। গতবারের বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া।

Advertisement
লিওনেল মেসি ও লুকা মরডিচ লিওনেল মেসি ও লুকা মরডিচ
হাইলাইটস
  • গতবারের রানার্স আপ ছিল ক্রোয়েশিয়া
  • আজ ম্যাচ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কখন?
  • আজ ম্যাচ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কখন?
  • ক্রোয়েশিয়ার স্কোয়াডে কারা থাকছেন?

কাতার বিশ্বকাপ ২০২২ (Qatar World Cup 2022)-এর প্রথম সেমিফাইনালে(FIFA World Cup Semi Final) আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। সেই ক্রোয়েশিয়া, যারা নেইমারের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ করেছিল। এবার তাদের সামনে লিওনেল মেসি (Lionel Messi)। আজ মেসি বনাম মডরিচ (Lionel Messi vs Luka Modric) দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। বস্তুত, দুজনেরই কার্যত এটি শেষ বিশ্বকাপ।

গতবারের রানার্স আপ ছিল ক্রোয়েশিয়া

২০১৮ সালের বিশ্বকাপে (FIFA World Cup 2018) রানার্স আপ দল ছিল ক্রোয়েশিয়া (Croatia)। বিশ্বকাপজয়ের স্বপ্নে মেসির সামনে আপাতত সবচেয়ে বড় বাধা ক্রোয়েশিয়া। গতবারের বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসিপ জুরানোভিচের কথায়, 'আমাদের কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের দরকার, নিজেদের সেরাটা দেওয়া। আমাদের সাফল্যের চাবিকাঠি হল, ঐক্য। আমরা একটি পরিবারের মতো খেলি।'

কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলকে পেনাল্টি শ্যুটআউটে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। নেইমারকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছে।

আরও পড়ুন: FIFA WC 2022 Semifinal, Argentina vs Croatia: সেমি ফাইনালে মেসিকে আটকাতে কী প্ল্যান? জানাল ক্রোয়েশিয়া

আজ ম্যাচ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কখন? (Argentina VS Croatia Match Timing)

বিশ্বকাপ ২০২২-এর প্রথম সেমিফাইনাল আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ লাইভ দেখা যাবে JioCinema App-এ। এছাড়া টিভি-তে দেখা যাবে  Sports 18 ও Sports 18 HD চ্যানেলে। এছা়ড়া VI Movies,  VI TV,  Tata Play Web, Tata Play app-এও দেখা যাবে ম্যাচ। ম্যাচ দেখা যাবে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়।

লিওনেল মেসি ও লুকা মরডিচ
লিওনেল মেসি ও লুকা মরডিচ

আর্জেন্টিনার স্কোয়াডে কারা রয়েছেন?

Advertisement

গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : নহেল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত

মিডফিল্ডার: রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিও

ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া, পাওলো দিবালা, লিওনেল মেসি

ক্রোয়েশিয়ার স্কোয়াডে কারা থাকছেন?

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিচা ইভুসিচ ও ইভো জিবিক 

রক্ষণ: ডিজান লোভরেন, ডোমাগোজ ভিদা, বরনা বরিসিচ, জসিপ জুরানোভিচ, বরনা সসা, জসিপ স্ট্যানিসিচ, মার্টিন আরলিচ, জসিপ সুতালো ও জসকো গার্দিওল

মাঝমাঠ- লুকা মরডিচ,  ম্যাটিও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভরো মায়ের, ক্রিস্টিজান জ্যাকিচ, লুকা সুচিচ

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, আন্তে বুদিমির ও মার্কো লিভাজা
 

Advertisement