FIFA World Cup 2022 Pre-Quarter-Final Fixtures: শেষ ষোলোয় কে কোন দলের বিরুদ্ধে খেলবে? জানুন কবে,কখন খেলা

গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে দু’টি করে দলে উঠেছে  প্রি-কোয়ার্টার ফাইনালে। এবার থেকে সব কটি ম্যাচই ডু অর ডাই। ফিরে আসার কোনও সুযোগ নেই। নকআউট পর্বে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে হবে সেই খেলা। জেনে নিন প্রি-কোয়ার্টার ফাইনালের নির্ঘণ্ট।

Advertisement
শেষ ষোলোয় কে কোন দলের বিরুদ্ধে খেলবে? জানুন কবে,কখন খেলাfifa world cup 2022
হাইলাইটস
  • গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে দু’টি করে দলে উঠেছে  প্রি-কোয়ার্টার ফাইনালে।
  • এবার থেকে সব কটি ম্যাচই ডু অর ডাই।

অর্ধেক পথ পেরিয়ে এসেছে কাতার বিশ্বকাপ। শেষ ষোলোয় কারা যাবে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ১৬ দল। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে দু’টি করে দলে উঠেছে  প্রি-কোয়ার্টার ফাইনালে। এবার থেকে সব কটি ম্যাচই ডু অর ডাই। ফিরে আসার কোনও সুযোগ নেই। নকআউট পর্বে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে হবে সেই খেলা। জেনে নিন প্রি-কোয়ার্টার ফাইনালের নির্ঘণ্ট।

গ্রুপ এ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। প্রথম তারাই। দ্বিতীয় হয়েছে সেনেগাল। গ্রুপ বি থেকে প্রথম ও দ্বিতীয় ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ সি-র শীর্ষে  আর্জেন্টিনা। পরের স্থানে পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। এই গ্রুপ থেকে দ্বিতীয় অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় যথাক্রমে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে প্রথম মরক্কো। দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। গ্রুপ জি-র প্রথম ও দ্বিতীয় দল ব্রাজিল ও সুইৎজারল্যান্ড। আর গ্রুপ এইচ-এর শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। সেই অনুযায়ী তৈরি হয়েছে সূচি। 

৩ ডিসেম্বর, শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিট, নেদারল্যান্ডস বনাম আমেরিকা।  

৩ ডিসেম্বর (রাত ১২টার পর তাই ভারতে ৪ ডিসেম্বর), শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়াম,ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিট,  আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

৪ ডিসেম্বর (রাত ১২টার পর তাই ভারতে ৫ ডিসেম্বর), রবিবার আল বায়েত স্টেডিয়াম, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিট, ইংল্যান্ড বনাম সেনেগাল। 

৪ ডিসেম্বর, রবিবার আল থুমামা স্টেডিয়াম, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিট, ফ্রান্স বনাম পোল্যান্ড। 

৫ ডিসেম্বর, সোমবার আল জানিয়ুব স্টেডিয়াম, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিট, জাপান বনাম ক্রোয়েশিয়া। 

৫ ডিসেম্বর (রাত ১২টার পর তাই ভারতে ৬ ডিসেম্বর), সোমবার স্টেডিয়াম ৯৭৪, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিট,  ব্রাজিলের বনাম দক্ষিণ কোরিয়া। 

Advertisement

৬ ডিসেম্বর, মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়াম, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিট, মরক্কো বনাম স্পেন। 

৬ ডিসেম্বর (রাত ১২টার পর তাই ভারতে ৭ ডিসেম্বর), মঙ্গলবার লুসাইল স্টেডিয়াম, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিট, পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড। 

প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি।
প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি।

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তার পর সেমিফাইনাল। ফলে এখান থেকে আরও জমে উঠল বিশ্বকাপ ফুটবল। ইতিমধ্যেই ছোট দলগুলি একের পর অঘটন ঘটিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালেও কি সেই রেশ থাকবে, সেটাই এখন দেখার।   

আরও পড়ুন- FIFA ফুটবল বিশ্বকাপের সব খবর জানুন-দেখুন, ক্লিক করুন এখানে

POST A COMMENT
Advertisement