FIFA World Cup 2022: মেসির সঙ্গে বাজি লড়েছিলেন, পেনাল্টি সেভ করেও কত টাকা গুনতে হল চেনজিকে?

২-০ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে চলে গেল আর্জেন্টিনা (Argentina)। এই ম্যাচ হারলেও পরের রাউন্ডে যাচ্ছে পোল্যান্ডও। এই ম্যাচে মেসির পেনাল্টি নিয়ে অনেক কথা হচ্ছে। আর সেই পেনাল্টি বাঁচিয়ে নায়ক বনে গিয়েছেন পোলিশ গোলরক্ষক চেজনি (Wojciech Szczesny)। তবে শুধু ম্যাচে হার নয়, মেসির কাছে বাজিতেও হারতে হল তাঁকে।

Advertisement
মেসির সঙ্গে বাজি লড়েছিলেন, পেনাল্টি সেভ করেও কত টাকা গুনতে হল চেনজিকে?চেজনি ও মেসি
হাইলাইটস
  • বাজি হারলেন চেজনি
  • ম্যাচ হারল পোল্যান্ড

বিশ্বকাপে (FIFA World Cup 2022) পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi) তবুও ২-০ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে চলে গেল আর্জেন্টিনা (Argentina)। এই ম্যাচ হারলেও পরের রাউন্ডে যাচ্ছে পোল্যান্ডও। এই ম্যাচে মেসির পেনাল্টি নিয়ে অনেক কথা হচ্ছে। আর সেই পেনাল্টি বাঁচিয়ে নায়ক বনে গিয়েছেন পোলিশ গোলরক্ষক চেজনি (Wojciech Szczesny)। তবে শুধু ম্যাচে হার নয়, মেসির কাছে বাজিতেও হারতে হল তাঁকে।

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন 

কেন বাজি হারলেন চেজনি? 

পোল্যান্ডের গোলরক্ষক জানিয়েছেন, পেনাল্টি সিদ্ধান্ত দেওয়ার আগে রেফারি ভার চেক করতে যান সেই সময়, রেফারি পেনাল্টি দেবেন কি না তা নিয়ে মেসির সঙ্গে বাজি লড়ে ফেলেন চেজনি। এই বাজিতে হেরে ১০০ ইউরো গচ্চা গেল তাঁর। বুধবার রাতের ম্যাচের পেনাল্টি নিয়ে অনেক বিতর্ক সামনে এসেছে। অনেকেই মনে করেছি এটা পেনাল্টি হতে পারে না। তবে রেফারি ভার দেখেই দেখেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। আর তার জন্য ১০০ ইউরো দিতে হবে চেজনিকে। ভারতীয় মুদ্রায় যারা দাঁড়ায় ৮ হাজার ৪৭৮ টাকা।

আরও পড়ুন: পেনাল্টি মিস মেসির, বক্সের মধ্যে 'ফাউল' করেছিলেন পোলিশ গোলকিপার?

পেনাল্টি মিস মেসির
দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর শট চেজনি দারুণ দক্ষতায় পেনাল্টি সেভ করেন। বাঁ দিকে ঝাঁপিয়ে হাতটা ওপরের দিকে তুলে দিয়ে গোল সেভ করলেন চেজনি। দারুণ সেভ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন 'পোয়েটিক জাস্টিস'।

আরও পড়ুন: 'দিয়েগো হয়তো সুপার হ্যাপি, খুব ভালবাসতেন আমায়,' মারাদোনাকে স্মরণ মেসির

দ্বিতীয়ার্ধে ২ গোল
৪৬ মিনিটের মাথায় দারুণ গোল করে দলকে এগিয়ে দেন মাক আলিস্তের। তাঁর গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডাউন দ্য লাইন দৌড়েছিলেন মোলিনা। সেখান থেকে তাঁর ক্রস ধরে গোল করে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার। মাঝমাঠ থেকে এনজো ফের্নান্দেসের পাস পেয়েছিলেন। ডান পাসে নিখুঁত শটে বল জালে জড়ালেন তিনি। বারেবারে গোলের চেষ্টা করতে থাকলেও স্কোরশিটে নিজের নামটা তুলতে পারেননি মেসি। একাধিকবার তাঁর শট সেভ করেন চেজনি।  

Advertisement

POST A COMMENT
Advertisement