FIFA World Cup 2022 Portugal vs Morocco Match Update: রোনাল্ডোকে নামিয়েও কাজ হল না, ০-১ গোলে পর্তুগালকে হারাল মরক্কো

FIFA World Cup 2022: মরক্কোর ডিফেন্স ভেঙে গোল তুলে নিতে পারবে পর্তুগাল? সেমি ফাইনালে উঠতে গেলে এই ম্যাচ জিততে হবে তাদের। দলে নেই রোনাল্ডো।

Advertisement
রোনাল্ডোকে নামিয়েও কাজ হল না, ০-১ গোলে পর্তুগালকে হারাল মরক্কোরোনাল্ডো
হাইলাইটস
  • প্রথমার্ধের খেলা শেষ
  • এগিয়ে রয়েছে মরক্কো

FIFA World Cup 2022: রোনাল্ডোকে ছাড়াই দল নামাচ্ছে পর্তুগাল। দলে রয়েছেন গত ম্যাচে হ্যাটট্রিক করা গঞ্জালো র‍্যামোস। দলই একই রেখেছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস।

 

লাল কার্ড

লাল কার্ড দেখে বেরিয়ে গেলেন ওয়ালিদ চেদিরা। আগেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি।  

মিস করলেন হোর্তা

দারুণ শট ছিল গোল লক্ষ্য করে। তবে হোর্তার শট দারুনভাবে সেভ করলেন কস্তা।  রোনাল্ডো বলটা রেখে দিয়েছিলেন। সেই বল ধরে শট করেন হোর্তা  

মাঠে নামলেন রোনাল্ডো

গোলের খোঁজে পর্তুগাল। ১৯৬তম ম্যাচ খেলতে নামলেন রোনাল্ডো। দারুণ ফাস্ট টাচ সিআর সেভেনের। 

প্রথমার্ধের শেষদিকে গোল 

গোল করে এগিয়ে গেল মরক্কো। দারুণ ফ্লিক হেডে আগোয়ান গোলরক্ষক ডিওগো কস্তাকে এড়িয়ে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের ফল ১-০। 

Advertisement

  

আধ ঘণ্টার খেলা হয়ে গিয়েছে

এখনও ম্যাচের ফল ০-০। আক্রমণ করছে দুই দলই। তবুও গোল আসছে না। অল্পের জন্য গোল পেলেন না জোয়াও ফেলিক্স। তাঁর শট ডিফ্লেক্টেড হয়ে বাইরে চলে যায়। 

হাকিম জিয়েশের শট বাইরে

প্রতি আক্রমণে উঠে এসে শট করেছিলেন জিয়েস। তবে সেই শট বাইরে চলে যায়। ম্যাচের ফল এখনও ০-০। আরও একটু ঢুকে শট করতে পারলে গোল হয়ে যেতে পারত। আক্রমণে উঠে আসছে মরক্কোও।  

১০ মিনিট অতিক্রান্ত

এখনও গোল আসেনি। দুই দলই আক্রমণ তুলে আনছে। তবে গোল এখনও হয়নি। ম্যাচের ফল এখনও ০-০। 

গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল পর্তুগাল

ভাল সুযোগ ছিল ম্যাচের শুরুতেই। ব্রুনো ফার্নান্দেজের ফ্রকিক থেকে হেডে গোল পেয়ে জেতে পারত পর্তুগাল। জোয়াও ফেলিক্সের হেড দারুনভাবে বাঁচান মরক্কো গোলরক্ষক বুনো। 

পর্তুগাল দল

পর্তুগাল : ডিওগো কস্তা, ডিয়োগো ডালোট, পেপে, রুবেন ডায়াস, রাফায়েল গুয়েরেইরো, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, বার্নার্ডো সিলভা, রুবেন নেভেস, জোয়াও ফেলিক্স, গঞ্জালো র‍্যামোস

POST A COMMENT
Advertisement