কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ জিতে নিল আর্জেন্টিনা। রবিবারের ফাইনাল ম্যাচে (FIFA Final Match 2022) ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়লেন লিওনেল মেসিরা (Lionel Messi)। খেতাব জিতেই নিজের বিশ্বকাপ যাত্রা শেষ করলেন স্বয়ং মেসি। ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় খেলার শেষে ফ্রান্স ও আর্জেন্টিনার ফলাফল ছিল ৩-৩। যার জেরে পেনাল্টি শ্যুটআউটে খেলার ভাগ্য নির্ধারিত হয়। আর তাতে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।
এটি আর্জেন্টিনায় তৃতীয় বিশ্বকাপ জয়। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল এই লাতিন আমেরিকার দেশ। ৩৬ বছর পর লিওনেল মেসির অধিনায়কত্বে খরা কাটিয়ে ফের কাপ গেল আর্জেন্টিনার ঘরে। অন্যদিকে এই নিয়ে পরপর দু'বার বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স।
বিশ্বকাপ জয়ের ইতিহাস
প্রসঙ্গত, ১৯৩০ সালে শুরু হয় ফুটবল বিশ্বকাপ। প্রথমবার খেতাব জেতে উরুগুয়ে। সেই থেকে মোট ২২ বার বসেছে বিশ্বফুটবলের আসর। তারমধ্যে ৫ বার জয়ী হয়েছে জিতেছে ব্রাজিলই। জার্মানি ও ইতালি জিতেছে ৪ বার করে। আর্জেন্টিনার জয়ের সংখ্যা ৩। উরুগুয়ে ও ফ্রান্স জিতেছে ২ বার করে। ইংল্যান্ড ও স্পেন ১ বার করে বিশ্বকাপ জিতেছে। শুধুমাত্র ব্রাজিলই একমাত্র দেশ, যারা প্রত্যেকবারে প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
সাল অনুযায়ী বিশ্বকাপ জয়ের তালিকা
১৯৩০ - উরুগুয়ে
১৯৩৪ - ইতালি
১৯৩৮ - ইতালি
১৯৫০ - উরুগুয়ে
১৯৫৪ - জার্মানি
১৯৫৮ - ব্রাজিল
১৯৬২ - ব্রাজিল
১৯৬৬ - ইংল্যান্ড
১৯৭০ - ব্রাজিল
১৯৭৪ - জার্মানি
১৯৭৮ - আর্জেন্টিনা
১৯৮২ - ইতালি
১৯৮৬ - আর্জেন্টিনা
১৯৯০ - জার্মানি
১৯৯৪ - ব্রাজিল
১৯৯৮ - ফ্রান্স
২০০২ - ব্রাজিল
২০০৬ - ইতালি
২০১০ - স্পেন
২০১৪ - জার্মানি
২০১৮ - ফ্রান্স
২০২২ - আর্জেন্টিনা
২০১৮-র বদলা
এর আগের বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সেখানে ফ্রান্স আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায়। সেই ম্যাচেও ফ্রান্সের ৪টি গোলের মধ্যে ২টি করেছিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ফাইনালে ক্রোয়েশিরা বিরুদ্ধেও ১ গোল করেছিলেন এমবাপে। এবার ফাইনালে সেই ফ্রান্সকে হারিয়েই ২০১৮-র বদলা নিল আর্জেন্টিনা।
আরও পড়ুন - ট্রফিহীন ঈশ্বর থেকে শেষবারের চেষ্টায় মারাদোনার স্বপ্নপূরণ মেসির