scorecardresearch
 

দলের ফোকাস ব্য়াটিংয়ে, দর্শকদের ফোকাস সৌরভে, লর্ডসে 'দাদা' জ্বর

লর্ডসে শুরু হল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। তবে বিরাট-রোহিত নয়, এদিনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি, যিনি ২৫ বছর আগে এই মাঠেই অভিষেকে শতরান করেন। পরে আবার কয়েক বছর পর ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বিখ্যাত গ্যালারিতে জামা খুলে ওড়ানো তো ভারতীয় ক্রিকেটের ব্র্যান্ড হয়ে গিয়েছিল। সৌরভেই মজে থাকল গ্যালারি।

Advertisement
ডোনার পোস্ট করা ছবি ডোনার পোস্ট করা ছবি
হাইলাইটস
  • সৌরভেই ফোকাস লর্ডসের
  • বৃষ্টিবিঘ্নিত দিনে ভাল শুরু ভারতের
  • রোহিতের সেঞ্চুরি হাতছাড়া, ব্যর্থ পূজারা

বৃষ্টি ফের কাঁটা

টেন্টব্রিজে বৃষ্টির কারণেই জেতা ম্যাচ ড্র করতে হয়েছে বাধ্য হয়ে। লর্ডস টেস্টেও বৃষ্টি পিছু ছাড়ছে না। ফলে প্রথম দিনই দেরিতে খেলা শুরু হয়। অন্যদিকে খেলার অনেকটা সময় নষ্ট হয়। তার মধ্য়েও ভারতীয় দল আপাতত মজবুত স্থিতিতে রয়েছে।

আকর্ষণের কেন্দ্রবিন্দু অবশ্য বিরাট-রোহিত নয়

তবে বিরাট-রোহিত নয়, এদিনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি, যিনি ২৫ বছর আগে এই মাঠেই অভিষেকে শতরান করেন। পরে আবার কয়েক বছর পর ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বিখ্যাত গ্যালারিতে জামা খুলে ওড়ানো তো ভারতীয় ক্রিকেটের ব্র্যান্ড হয়ে গিয়েছিল।

সস্ত্রীক সৌরভেই মন সকলের

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনই দর্শকাসনে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনাও। সৌরভের ছবি তুলে ডোনাই তা নেটমাধ্যমে পোস্ট করেন। বোর্ড সচিব জয় শাহ-ও হাজির ছিলেন স্টেডিয়ামে। সেই ছবি প্রকাশ হতেই তা শেয়ার করার ধুম পড়ে যায়। বলা যায় ভারতীয় দলের দিক থেকে সার্চলাইট নিজের দিকে অনেকটাই সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন তিনি।

হালকা মেজাজে সৌরভ 

বৃহস্পতিবার লর্ডসে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বোর্ড সভাপতি সৌরভকে বসে থাকতে দেখা যায়। তখন তিনি কথা বলছিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার, তথা ধারাভাষ্যকার জিওফ্রে বয়কটের সঙ্গে। যিনি সৌরভকে তাঁর বিখ্যাত উপাধি প্রিন্স অব ক্যালকাটা অ্যাখ্য়া দেন।

বৃষ্টিতে খেলায় বিঘ্ন

কিছুক্ষণ পরই জয় শাহকেও দেখা যায়। তিনি আড্ডা জমিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য কর্তা টম হ্যারিসনের সঙ্গে। প্রথম দিন লর্ডসে আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বকে হাজির থাকতে দেখা গিয়েছে।
বৃহস্পতিবার ম্যাচের আগে থেকেই বৃষ্টি এসে বাধা দেয়। ফলে নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে টস হয়। টসে হেরে যান বিরাট কোহলি। ভারত ব্যাট করতে নামে। তারপরেও বৃষ্টি নামায় আগেই মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয়।

Advertisement

মজবুত জায়গায় ভারত

তবে ভারত প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে ফেলেছে। রোহিত অবশ্য এদিনও ভাল শুরু করে অর্ধশতরান করেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন কেএল রাহুল। নিজের ফর্ম এদিনও তিনি ধরে রেখেছেন। তবে চেতেশ্বর পূজারা এদিনও রান পেলেন না। এরপর তাঁকে সরানোর দাবি জোরালো হলে বলার কিছু থাকবে না। দ্বিতীয় ইনিংসেই রানে না ফিরলে তাঁর কপালে দুঃখ আছে। 

 

Advertisement