এই বছরেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। আসন্ন এই বিশ্বকাপের আগে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।
আসন্ন একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারেন? এই নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেহওয়াগের সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে নেই বিরাট কোহলি। বললেন, এবার তাঁর বাজি রোহিত শর্মা। ভারতীয় দলের ক্যাপ্টেনই এবারের বিশ্বকাপে কামাল করবেন বলে মত সেহওয়াগের। এই নিয়ে এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন, 'মনে হচ্ছে ওপেনারদের সামনে এবার রান করার দারুণ সুযোগ রয়েছে। এর অন্যতম কারণ ভারতীয় উইকেট। একজনকে বেছে নিতে বলা হলে রোহিতের নাম বলব। আরও একজন ওপেনিং ব্যাটারের নাম আসতে পারে। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমি রোহিতকেই বেছে নেব। তাই রোহিত-ই আমার বাজি।'
যদিও, রোহিতের ফর্ম নিয়ে চিন্তায় ভারতীয় দলের (Team India) সমর্থকরাই। ভারতীয় দলের ওপেনার ধারাবাহিকতা দেখাতে পারছেন না। আর তা নিয়েই চিন্তা সমর্থকদের। তবে বিরাটকে কেন বাজি হিসেবে ধরলেন না তার উত্তর দেননি সেহওয়াগ। বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। এশিয়া কাপকেই মূলত প্রস্তুতি হিসেবে দেখছেন রোহিতরা। সেখানে ভারতীয় দলের ক্যাপ্টেন কেমন পারফর্ম করতে পারেন সেটাই এখন দেখার।
এখানেই না থেমে বীরু আরও বলেন, 'রোহিতকে বেছে নেওয়ার আরও একটা কারণ আছে। বিশ্বকাপ এলেই ওর শক্তি বেড়ে যায়। উত্তেজনায় টগবগ করে। ওর পারফরম্যান্স আরও ভাল হবে। আমি নিশ্চিত। তাছাড়া এবার রোহিত অধিনায়ক। ফলে পার্থক্য তৈরির চেষ্টা অবশ্যই করবে রোহিত। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে প্রচুর রান করবে রোহিত।'