scorecardresearch
 

Garbine Muguruza: সেলফির আবদার করা ভক্তের প্রেমে টেনিস সুন্দরী, কে সেই লাকি ম্যান?

সেলফির আবেদন করেছিলেন এক ফ্যান। ফ্যানের সেই আর্জিতে সাড়াও দিয়েছিলেন টেনিস তারকা গ্যারবিন মুগুরুজা। সেখান থেকেই পরিচয়, আর তারপর সেই ফ্যান আর্থার বর্জেসের সঙ্গে বাগদান সেরে ফেললেন মুগুরুজা।

Advertisement
গ্যারবিন মুগুরুজা গ্যারবিন মুগুরুজা
হাইলাইটস
  • সেলফি নিতে গিয়ে প্রেমে পড়েন টেনিস তারকা
  • প্রথম দেখাতেই প্রেমে পড়েন তিনি

সেলফির আবেদন করেছিলেন এক ফ্যান। ফ্যানের সেই আর্জিতে সাড়াও দিয়েছিলেন টেনিস তারকা গ্যারবিন মুগুরুজা। সেখান থেকেই পরিচয়, আর তারপর সেই ফ্যান আর্থার বর্জেসের সঙ্গে বাগদান সেরে ফেললেন মুগুরুজা।

 
২০২১ সালে ইউএস ওপেন খেলতে নিউ ইয়র্ক গিয়েছিলেন মুগুরুজা। অনেক অনুরাগীর মতো বর্জেস একটা সেলফি তোলার অনুরোধ জানিয়েছিলেন মুগুরুজাকে। সেই অনুরাগীর মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন প্রেম।গত মাসেই বাগদানের কথা জানিয়েছিলেন টেনিস তারকা। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের কাছে একটা হোটেলে ছিলাম। যাতায়াতের সুবিধার জন্য হোটেলটি বেছে নিয়েছিলাম। এক দিন বিকালে সেন্ট্রাল পার্কে গিয়েছিলাম হাঁটতে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি এক জন আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেলেন। তিনি হঠাৎ আমার দিকে ফিরে বলেন, ‘ইউএস ওপেনের জন্য শুভেচ্ছা।’ সেলফির জন্যও অনুরোধ করেছিলেন। প্রথম বার দেখেই বেশ ভাল লেগেছিল। দারুণ সুপুরুষ মনে হয়েছিল।’ 

আরও পড়ুন:কেন পরের মরশুমেও খেলতে চান ধোনি? জেনে নিন এই ৩ কারণ

এরপরেই নিয়মিত ডেট করা শুরু করেন মুগুরুজা ও বর্জেস। কবে প্রেমের প্রস্তাব দেন বর্জেস?  মুগুরুজা বলেন, ‘ওর সঙ্গে দেখা হওয়ার কিছু দিন পর থেকে মনে হচ্ছিল, বর্জেস আমাকে প্রস্তাব দিতে পারে। তবু ও প্রেম নিবেদন করার পর শুধু কেঁদেছিলাম। বুঝতে পারছিলাম না কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত আমার। চোখে জল নিয়ে শুধু ‘হ্যাঁ’ বলতে পেরেছিলাম। সেই মুহূর্তটা ভীষণ আবেগের ছিল। দারুণ রোম্যান্টিকও।‘

Advertisement

আরও পড়ুন: কুস্তিগীরদের হেনস্থা: 'বিরক্তিকর,' এবার নিন্দায় মুখর কপিল-গাভাস্কার-রজাররা

যদিও এখনই বিয়ে করছেন না এই টেনিস সুন্দরী। আরও কয়েকবছর টেনিস খেলতে চান তিনি। ইতিমধ্যেই দু’টি গ্র্যান্ডস্ল্যাম জেতা মুগুরুজা টেনিসে মন দিতে চান। তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার চেষ্টায় ২৯ বছর বয়সী টেনিস প্লেয়ার। 

যদিও টেনিস থেকে বেশ কিছুটা দূরেই ছিলেন মুগুরুজা। ২০২০ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন। গতবছরে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি। এর আগে উইম্বলডনও চ্যাম্পিয়ন হয়েছেন মুগুরুজা।

Advertisement