India vs Australia Test Series: 'সারাজীবন মনে রাখব...', ভারত সফরে সুযোগ না পেয়ে হতাশ অজি তারকা

অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেলেও গ্লেন ম্যাক্সওয়েল সেখানে জায়গা পাননি। গত বছরের নভেম্বরে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ম্যাক্সওয়েল বাঁ পায়ে গুরুতর চোট পান। এই চোটের জন্য আগামী তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে।

Advertisement
'সারাজীবন মনে রাখব...', ভারত সফরে সুযোগ না পেয়ে হতাশ অজি তারকাঅস্ট্রেলিয়া দল
হাইলাইটস
  • ভারত সফরে নেই ম্যাক্সওয়েল
  • ফেব্রুয়ারিতে ভারতে খেলতে আসবেন অজিরা

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য় এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসছে অজিরা। ২০১৭ সালে, টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জিতে নেয়। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেলেও গ্লেন ম্যাক্সওয়েল সেখানে জায়গা পাননি। গত বছরের নভেম্বরে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ম্যাক্সওয়েল বাঁ পায়ে গুরুতর চোট পান। এই চোটের জন্য আগামী তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে।  

ম্যাক্সওয়েল ভারতে চারটি টেস্ট ম্যাচ খেলেছেন

গ্লেন ম্যাক্সওয়েল ফিট থাকলে হয়তো তাঁকে নিয়েই আসত অজিরা। কারণ ভারতীয় পিচে গ্লেন ম্যাক্সওয়েলের আক্রমণক ব্যাটিং এবং অফ-স্পিন বোলিং ক্যাঙ্গারু দলের জন্য দারুণ সহায়ক হতো। গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ক্যারিয়ারে মাত্র সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। যার মধ্যে চারটি ভারতের বিপক্ষে। এই সময়ে, ম্যাক্সওয়েল ভারতের মাটিতে ২০১৩ এবং ২০১৭ টেস্ট সিরিজে অস্ট্রেলার হয়ে ভারত সফরে এসেছিলেন। 

গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন: মরণবাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত, কখন-কীভাবে দেখবেন ম্যাচ?
এটা আমার সারাজীবন মনে থাকবে: ম্যাক্সওয়েল

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় হতাশ ম্যাক্সওয়েলও। গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন যে ইনজুরির কারণে আসন্ন ভারত সফরে না খেলা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। বিগ ব্যাশ লিগের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ম্যাক্সওয়েল বলেছিলেন, 'এটা আমার সারাজীবন মনে থাকবে,' । তবে সতীর্থদের খেলতে দেখে আর তাঁরা  সুযোগ পেয়ে ভালো লাগছে, বিশেষ করে ভারতে। আমার মনে হয় অস্ট্রেলিয়া এমন দল পেয়েছে যেটি ভারত সফরের জন্য সেরা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ মরণবাঁচন ম্যাচ ভারতের, ইশানের জায়গায় খেলবেন পৃথ্বী?

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াড:  প্যাট কামিন্স (সি), স্টিভ স্মিথ (ভিসি), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন , ল্যান্স মরিস, টড মারফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার। 

Advertisement

৯ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। এর পরে, উভয় দলই নয়াদিল্লি (১৭ থেকে ২১ ফেব্রুয়ারি), ধর্মশালা (১ থেকে ৫ মার্চ) এবং আহমেদাবাদে (৯ থেকে ১৩ মার্চ) টেস্ট ম্যাচও খেলবে। টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে খেলা হবে মুম্বই (১৭ মার্চ), বিশাখাপত্তনমে (১৯ মার্চ) এবং চেন্নাই (২২ মার্চ)। ম্যাক্সওয়েল টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজে ফিরতে পারেন। 

POST A COMMENT
Advertisement