scorecardresearch
 

India vs New Zealand 2nd T20I: মরণবাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত, কখন-কীভাবে দেখবেন ম্যাচ?

নিউজিল্যান্ডের (India vs New Zealand 2nd T20 Match Live Streaming) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। রাঁচিতে প্রথম ম্যাচে ভারতের হারের পর রবিবার লখনউয়ের একনা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। তিন ম্যাচের এই সিরিজে এবার জিততেই হবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে ২১ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে এবার জিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ভারতীয় দলের।

Advertisement
ভারত ও নিউজিল্যান্ড ভারত ও নিউজিল্যান্ড
হাইলাইটস
  • রবিবার নামছে ভারত ও নিউজিল্যান্ড
  • এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে

নিউজিল্যান্ডের (India vs New Zealand 2nd T20 Match Live Streaming) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। রাঁচিতে প্রথম ম্যাচে ভারতের হারের পর রবিবার লখনউয়ের একনা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। তিন ম্যাচের এই সিরিজে এবার জিততেই হবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে ২১ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে এবার জিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ভারতীয় দলের।

কখন শুরু ম্যাচ?
ভারতের সময় সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু হবে। টস সন্ধ্যা সাতটায়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য প্লেয়িং ইলেভেনের ওপর ভক্তদের নজর থাকবে। বহুদিন পর দলে ফিরতে পারেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ইশান কিশান সেক্ষেত্রে বাদ পড়তে পারেন। শেষ ১০-১২ টি২০ ম্যাচে তাঁর পারফরম্যান্স ভালো নয়। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন পৃথ্বী। ফলে তাঁকে সুযোগ দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ মরণবাঁচন ম্যাচ ভারতের, ইশানের জায়গায় খেলবেন পৃথ্বী?

ইশান না খেললে কিপিং কে করবেন?
ইশান দল থেকে বাদ পড়লে তাঁর জায়গায় উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাকে খেলানো হতে পারে। জিতেশ আইপিএলের সময় পঞ্জাব কিংসের হয়ে কিছু ভালো ইনিংস খেলেছেন। বড় শটও মারতে পারেন। ওপেনের শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব এর কাছ থেকে ভালো কিছু আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: ইশান-অর্শদীপ কি টিম থেকে বাইরে যাবেন? পারফরম্যান্সে বিরক্ত টিম ইন্ডিয়া

কীভাবে দেখা যাবে ম্যাচ?
স্টার স্পোর্টসে দেখানো হবে দ্বিতীয় টি২০ ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, হটস্টারের সাবক্রিপশন নিতে হবে। সেখানে দেখা যাবে এই ম্যাচ।

Advertisement
জয়ের আশায় সমর্থকরা
জয়ের আশায় সমর্থকরা

ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

শুভমান গিল, ইশান কিষাণ/পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, উমরান মালিক, শিভম মাভি, অর্শদীপ সিং।

নিউজিল্যান্ড এর সম্ভাব্য প্লেইং ইলেভেন

ডেভন কনওয়ে, ফিন এলেন, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপ্স, ডেরিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইস সোধি, লকি ফার্গসন, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।


 

Advertisement