scorecardresearch
 

FIFA World Cup 2022: রোনাল্ডোর অভাব মেটালেন, নেমেই হ্যাটট্রিক র‍্যামোসের: CR7-কি তাহলে অতীত?

একেবারে শেষ করে দিলেন প্রতিপক্ষকে। আর সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গঞ্জালো র‍্যামোস (Goncalo Ramos)। সিআর সেভেনের জুতোয় পা গলানো স্ট্রাইকার এখন খেলেন বেনফিকার হয়ে। সিনিয়র লিগে মাত্র ১৯ বছর বয়সে খেলার সুযোগ পেয়ে যান তিনি। ৪৫টি ম্যাচে ২০টি গল করে ফেলেছেন তিনি। 

Advertisement
রোনাল্ডো ও র‍্যামোস রোনাল্ডো ও র‍্যামোস
হাইলাইটস
  • হ্যাটট্রিক র‍্যামোসের
  • রোনাল্ডোর জায়গায় নেমে হ্যাটট্রিক

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক। তাও আবার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নেমে। কার জায়গায় নামলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শুধু নামা নয়, একেবারে শেষ করে দিলেন প্রতিপক্ষকে। আর সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গঞ্জালো র‍্যামোস (Goncalo Ramos)। সিআর সেভেনের জুতোয় পা গলানো স্ট্রাইকার এখন খেলেন বেনফিকার হয়ে। সিনিয়র লিগে মাত্র ১৯ বছর বয়সে খেলার সুযোগ পেয়ে যান তিনি। ৪৫টি ম্যাচে ২০টি গল করে ফেলেছেন তিনি। 

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। জার্মানির মিরোস্লাভ ক্লোজের পর তিনিই প্রথম ফুটবলার যার বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক হয়ে গেল। তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলস্কোরার। এই বছরেই ১৭ নভেম্বর অভিষেক হয় তাঁর। নাইজেরিয়ার বিতুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে গোলও রয়েছে তাঁর। 

FIFA WORLD CUP POINTS TABLE

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটাই আসে গঞ্জালো র‍্যামোসের পা থেকে। থ্রো থেকে বক্সের মধ্যে থাকা গঞ্জালো র‍্যামোসকে পাস বাড়িয়ে দেন জোয়াও ফেলিক্স। প্রথম পোস্টেই সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে পরাজিত করেন তিনি। রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান তিনি। 

বেঞ্চে বসে রোনাল্ডো
বেঞ্চে বসে রোনাল্ডো

আরও পড়ুন: র‍্যামোসের হ্যাটট্রিক, ৬-১ গোলে সুইসদের হারাল পর্তুগাল

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন র‍্যামোস। ডানদিক থেকে উঠে আসা দিয়াগো ড্যালট ক্রস রাখেন বক্সে। বাঁ পায়ে পুশে সোমারের পায়ের ফাঁকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। 

৬৭ মিনিটে নিজের হ্যাটট্রিক করে ফেললেন র‍্যামোস। ব্রুনো ফার্নান্দেসের পাস ধরে একাই বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। এগিয়ে আসতে থাকা গোলরক্ষকের মাথার ওপর বল পাঠিয়ে দেন গোলে। ৯২ মিনিটে দারুণ গোল রাফায়েল লিয়াওর। ডান পায়ে সেকেন্ড পোস্টে বল জালে জড়িয়ে দিলেন তিনি। 

Advertisement

আরও পড়ুন:  কোচের সঙ্গে মনোমালিন্য, সুইসদের বিরুদ্ধে বেঞ্চে রোনাল্ডো

পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুলে র‍্যামোস বলেন, “রোনাল্ডোর বেঞ্চে বসা নিয়ে দলে কোনও কথা হয়নি। দলের অধিনায়ক হিসাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের যে ভাবে সাহায্য করত, সে ভাবেই করেছে। শুধু আমাকে নয়, গোটা দলকে উজ্জীবিত করেছে ও।”  

Advertisement