২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় হকি দল। মঙ্গলবার সুপার-4 পর্বের ফাইনাল ম্যাচে ভারত-কোরিয়ার ম্যাচটি ৪-৪ গোলে টাই হয়। ফাইনালে উঠতে ভারতকে কোরিয়াকে হারাতে হত। কিন্তু তা করতে পারেনি টিম ইন্ডিয়া। এখন কোরিয়া এবং মালয়েশিয়া ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে ভারতীয় দল বুধবার ব্রোঞ্জ পদকের জন্য জাপানের মুখোমুখি হবে।
ভারতের হয়ে গোল করেন নীলম সঞ্জীব জেস (৯ম মিনিট), মনিন্দর সিং (২১ মিনিট), বিএম সেশে গৌড়া (২২ মিনিট) এবং মারিসওয়ারেন শক্তিভেল (৩৭মিনিট)। অন্যদিকে কোরিয়ার হয়ে গোল করেন জাং জংহিউন (১৩ মিনিটে), জে. চিওন (১৮তম), কিম জুং-হু (২৮ মিনিট) এবং এম. জুং (৪৪মিনিট)।
আগামী বছর বিশ্বকাপের আগে এটি কার্যত একটি কোয়ালিফায়ার টুর্নামেন্ট। যদিও আয়োজক হওয়ায় ভারত ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এশিয়া কাপে পুল-এ-তে জায়গা পেয়েছিল ভারত, জাপান, পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। পুল বি-তে মালয়েশিয়া, কোরিয়া, ওমান ও বাংলাদেশ। পরে ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সুপার-৪ পর্বে জায়গা করে নেয়।
আরও পড়ুন - হাসপাতালের ডাক্তার ও ১০ নার্স একসঙ্গে গর্ভবতী, 'জল খেয়েই এই কাণ্ড?'
সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় ভারত। তারপর মালয়েশিয়ার সঙ্গে ৩-৩ ড্র করে। কোরিয়া, জাপান ও মালয়েশিয়া সুপার-৪-এ জায়গা করে নেওয়ার কারণে আগামী বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এই টুর্নামেন্টে অনেক নতুন মুখকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ায়। দলের অধিনায়কত্ব কেন বীরেন্দ্র লাকড়া। একই সঙ্গে কোচের ভূমিকায় দেখা যায় সর্দার সিংকে। এর আগের এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
আরও পড়ুন - ৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?