scorecardresearch
 

Mohun Bagan: 'হঠাৎ মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে', মোহনবাগান ছাড়ছেন এই তারকা ফুটবলার?

দলকে চ্যাম্পিয়ন করলেও পরের মরশুমে হয়ত থাকছেন না মোহনাগানের (Mohun Bagan) তারকা মিডফিল্ডার হুগো বুমোস (Hugo Boumos)। ক্লাব সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সুপার কাপের (Super Cup) আগে হয়ত তিনি দলের বাইরে যাচ্ছেন না। তবে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে খুশি নন বলেই জানা যাচ্ছে। শনিবার আইএসএল-এর (ISL) ফাইনালে বেঙ্গালুরু এফসিকে (Bengalureu FC) হারিয়ে ট্রফি জিতেছে মোহনবাগান। গোটা মরশুমে দারুণ পারফর্ম করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্লাব ছাড়তে হতে পারে তাঁকে।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল
হাইলাইটস
  • তারকা ফুটবলারকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান?
  • বাদ যাবেন আরও এক ডিফেন্ডার

দলকে চ্যাম্পিয়ন করলেও পরের মরশুমে হয়ত থাকছেন না মোহনাগানের (Mohun Bagan) তারকা মিডফিল্ডার হুগো বুমোস (Hugo Boumos)। ক্লাব সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সুপার কাপের (Super Cup) আগে হয়ত তিনি দলের বাইরে যাচ্ছেন না। তবে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে খুশি নন বলেই জানা যাচ্ছে। শনিবার আইএসএল-এর (ISL) ফাইনালে বেঙ্গালুরু এফসিকে (Bengalureu FC) হারিয়ে ট্রফি জিতেছে মোহনবাগান। গোটা মরশুমে দারুণ পারফর্ম করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্লাব ছাড়তে হতে পারে তাঁকে।

কেন ক্লাব রাখতে চাইছে না হুগোকে?
ফাইনাল ম্যাচের ৮৬ মিনিটের মাথায় বুমোসকে তুলে নেন কোচ ফেরান্দো (Juan Ferrando)। তখন দেখা যায়, বুমোস বেশ ক্ষুব্ধ। দেখে বোঝা যাচ্ছিল, কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না তিনি। ম্যাচ শেষ হওয়ার পর সবুজ-মেরুন ফুটবলাররা যখন সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখনই বুমোসকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে সবুজ-মেরুন মিডফিল্ডার বলেন, 'আমি জানি না কেন আমাকে তুলে নেওয়া হল। গোটা মরশুমে এই ম্যাচেই আমি সব থেকে ভাল খেলছিলাম। নিজেকে বেশ ফিট লাগছিল। আমি সেই সময় মাঠ থেকে বেরই হতে চাইনি। তাই কোচের সিদ্ধান্ত একেবারেই মানতে পারিনি।’

আরও পড়ুন: ভারতসেরা হয়েই কোচ নিয়েই বড় সিদ্ধান্ত মোহনবাগানের

হুগো বুমোস
হুগো বুমোস

শুধু তাই নয়, এখানেই থেমে না থেকে হুগো বলেন, 'আমাকে তুলে নেওয়ার কিছু সময় আগেই আমরা সমতা ফিরিয়ে এনেছিলাম। এই সময় আক্রমণ করতে পারলে গোল চলে আসতে পারত। কিন্তু আমাকে তুলে একজন ডিফেন্ডার নামানো হল। কেন এই সময় এত রক্ষণাত্মক হয়ে গেলেন কোচ?' জুয়ানের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে নিয়ে আসায় ক্ষুব্ধ মোহনবাগান কর্তারা। 

Advertisement

আরও পড়ুন: মোহনবাগানের জয়ের পরই নিজের ক্লাবকে নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল কর্তা

তারকা স্ট্রাইকার আসতে পারে মোহনবাগানে

এই মরশুমে তারকা স্ট্রাইকার না থাকায় সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে। তবে এবার সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইছে মোহনবাগান। সেই জন্যই তারকা স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। মরশুম শুরু হওয়ার আগেই স্ট্রাইকার নেওয়ার কথা ঘোষণা করা হবে। বাদ যাবেন আরও এক বিদেশি ডিফেন্ডার। তিরি যেমন রয়েছেন তেমনি দলে আছেন স্লাভকো। এবারে তিনি দারুণ খেলেছেন। তবে কাকে বাদ দেওয়া হবে তা এখনও জানা যায়নি। সামনের মাসেই সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। ২ এপ্রিল থেকে শুরু হবে এই প্রস্তুতি।      

Advertisement