ICC T20 World Cup Semi Final 2021 | Pakistan Vs Australia Live Scores Updates | PAK vs AUS Live| আজ টি২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে ইতিমধ্যেই জিতে ফাইনালে চলে গিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে, এবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অজিরা। দুই দলই বেশ ভাল ছন্দে ছিল। তবে শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়া। শেষের দিকে পাকিস্তানের মুখ থেকে জয় কেড়ে নিল অজিরা।
ব্যাট হাতে ভালো শুরু করেছিল পাকিস্তান প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে ভাল শুরু করেছিল পাকিস্তান। পাক দলের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল সেমিফাইনালেও অজিদের বিরদ্ধে বাজিমাৎ করে জয় তুলে নেবেন আফ্রিদি, শাদাবরা। সেই মতো এগোতেও শুরু করেছিলেন তাঁরা। তবে খেলা ঘুরিয়ে দিলেন অজিদের মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়েড। ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে পৌঁছে দিলেন ফাইনালে।
১৯ ওভারে ২২ রান দরকার ছিল ১২ বলে। আর সেখানেই মাত্র ৬ বলেই ম্যাথু ওয়েড রান তুলে দেন অজিদের হয়ে। এক ওভারে ২২ রান দিলেন শাহীন আফ্রিদি। ওয়ার্নারের ৪৯, মিচেল মার্শের ২৮ রান, তারপরই অপরাজিত মার্কাস স্টোইনিংসের ৪০ ও ওয়েডের ১৭ বলে ৪১ খেলা টেনে আনে অজিদের কোর্টে। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা।
The Aussies got home with an over to spare! #T20WorldCup
— cricket.com.au (@cricketcomau) November 11, 2021
মাঝের ওভারে ধীরে-ধীরে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। তবে ১৫ ওভারের পর অজিদের অন্য রুপ দেখা গিয়েছে দুবাইয়ে। পাকিস্তানের হয়ে বল হাতে ১টি উইকেট নেন আফ্রিদি ও ৪ উইকেট পান শাদাব।
Aussie Aussie Aussie 🇦🇺#T20WorldCup pic.twitter.com/p0rk8bBIOc
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
দুই ওভারে খেলা বদলে দিল অস্ট্রেলিয়া। ১২ বলে ২২ রান করতে হত অজিদের। শেষে ৬ বলেই ২২ রান করে দিল অজিরা। একই সঙ্গে সেমিফাইনালে পাকিস্তানকে ছিটকে দিয়ে ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ম্যাচ জিতে নিল অজিরা।
ব্যাট হাতে আর মাত্র ২২ রান করতে হবে অস্ট্রেলিয়া হাতে আছে মাত্র ৫ উইকেট। ১৮ ওভার শেষে ১৫৫ রানে ৫ উইকেট অজিদের। খেলছেন ম্যাথু ওয়েড ও মার্কাস স্টোইনিস।
আর মাত্র ২৪ বলে ৫০ রান বাকি অস্ট্রেলিয়ার। এখনও ৫০ শতাংশ এই ম্যাচ। দুই দলই ঘটাতে পারে প্রত্যাবর্তন। ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান অজিদের।
The best-ever figures in a #T20WorldCup semi-final 🔥
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
Simply sensational from Shadab Khan 👏#PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/DGf9TZJGsu
ব্যাট হাতে ভাল খেলছিলেন ওয়ার্নার এবার ৪৯ রানে আউট হলেন ওয়ার্নার। বল হাতে তিন উইকেট পেলেন শাদাব খান। স্মিথ, ওয়ার্নার, মার্শ তিন ব্যাটসম্যানকে আউট করলেন শাদাব। ১০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান অজিদের।
১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৯ রানে ৩ উইকেট। প্রথম উইকেট প্রথম ওভার হারানোর পর মিচেল মার্শ ও স্টিভ স্মিথও আউট হন। এখন খেলছেন ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নারের ওপরই ভরসা অজিদের।
প্রথম ওভারে শাহীন আফ্রিদির বলে আউট হলেন অ্যারোন ফিঞ্চ। ২ ওভারে ৬ রানে ১ উইকেট অস্ট্রেলিয়ার।
২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান করল ১৭৬ রান। রিজওয়ানের ৬৭ রান, বাবরের ৩৯ রানের পাশাপাশি ফকর জামানের অপরাজিত ৫৫ রানে দুরন্ত খেলল পাকিস্তান দল। আসিফ আলি করেন শূন্য ও শোয়েব মালিক আউট হন ১ রানে ও মহম্মদ হাফিজ অপরাজিত থাকেন ১ রানে।
অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে উঠতে ১৭৭ রান করতে হবে ২০ ওভারে। মিচেল স্টার্ক বল হাতে নেন ২ উইকেট ও ১টি করে উইকেট নেন জাম্পা ও প্যাট কামিন্স।
🎯 set!
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
Australia will need to chase down 177 for a place in the final.
Big ones galore from the Pakistan batters 💥#T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/xmK4sp9iqr
৬৭ রানে আউট হলেন রিজওয়ান। ব্যাট হাতে ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর ১৫৮ রান।
ব্যাট হাতে দুরন্ত ব্যাট করছেন মহম্মদ রিজওয়ান। ১ উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে ১৪৩ রান করল পাকিস্তান। ৫০ বলে ৬৭ রানে অপরাজিত রিজওয়ান। অন্যদিকে, ২৬ রানে খেলছেন ফকর জামান।
Another sensational knock from Mohammad Rizwan 🔥#T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/CW63heIp6t
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
১ উইকেট হারিয়ে ১২২ রান করল পাকিস্তান। ১৬ ওভার শেষে এখনও পাক দলের হয়ে ব্যাট করছেন রিজওয়ান ও ফকর জামান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। রিজওয়ান, বাবরের ওপেনিং জুটির পর এবার হাফ সেঞ্চুরি সারলেন রিজওয়ান। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর ১০৬ রান।
৭১ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান। ১০ ওভারের মাথায় প্রথম উইকেট হারাল পাক দল। আউট হলেন বাবর আজম। জাম্পার বলে ৩৯ রানে আউট হলেন বাবর। খেলছেন রিজওয়ান।
প্রথম ৫ ওভারে ভাল শুরু করল পাকিস্তান। ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিং করছেন পাকিস্তানের রিজওয়ান ও বাবর। ৫ ওভার শেষে উইকেট না হারিয়ে ৩৮ রান করল পাক দল।
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।
Expect 𝒇𝒊𝒓𝒆𝒘𝒐𝒓𝒌𝒔 🎆#T20WorldCup pic.twitter.com/pEh8sSFois
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের জন্য পাকিস্তান দল-
মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হরিস রউফ, শাহীন আফ্রিদি।
— Pakistan Cricket (@TheRealPCB) November 11, 2021
প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল অজি ক্যাপ্টেন। প্রথমে বাবর আজমদের ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে প্রথমে নিজেদের কতটা তুলে ধরবে পাক দল সেটাই এখন দেখার।
Toss news from Dubai 📰
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2021
Australia have won the toss and elected to field.
Who are you backing in this one? #T20WorldCup | #PAKvAUS | https://t.co/W7izrV7PAI pic.twitter.com/S7FwrBCdRg