
ICC Test Ranking: বুধবার সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ভারতের অনেক খেলোয়াড় ভালো জায়গা পেলেও, গত সপ্তাহে এক নম্বর টেস্ট অলরাউন্ডার হওয়া রবীন্দ্র জাদেজা ধাক্কা খেয়েছেন। জাদেজা আর এক নম্বর টেস্ট অলরাউন্ডার নন, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এখন তাঁর জায়গায় এসেছেন। রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পরে ৮ মার্চ টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হন। কিন্তু প্রায় এক সপ্তাহ পর তাঁর কাছ থেকে এই মুকুট ছিনিয়ে নেওয়া হয়। এখন রবীন্দ্র জাদেজা হয়ে গেছেন নম্বর-২ টেস্ট অলরাউন্ডার।
বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজার ৩৮৫ রেটিং রয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের ৩৯৩ রেটিং রয়েছে। রবীন্দ্র জাদেজা ছাড়াও এই তালিকায় রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং তিনি এই র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন।