আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে টি২০ সিরিজ নিজেদের দখলে রাখলেন জসপ্রীত বুমরারা। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫২ রানে শেষ হয় আইরিশদের ইনিংস। প্রথম টি২০ ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জেতে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে যাওয়ায় সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। ওপেন করতে নেমে ব্যর্থ হন যশশ্বী জয়সওয়াল। ১১ বলে ১৮ রান করে আউট হন তিনি। ভারতের হয়ে অর্ধশতরান রুতুরাজ গায়কোওয়াডের। ৫৮ রান করেন তিনি। ৪০ রান সঞ্জু স্যােমসনের। ৩৮ রান করেন রিঙ্কু সিং। ২২ রানে অপরাজিত শিভম দুবে।
আয়ারল্যান্ডের হয়ে দুই উইকেট নেন ব্যা রি ম্যাককার্থি। একটি করে উইকেট নেন মার্ক আডায়ার, বেন হোয়াইট এবং ক্রেগ ইয়ং। জবাবে ব্যাাট করতে ১৫২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আইরিশদের হয়ে দুরন্ত লড়াই অ্যান্ডি বলবির্নির। ৭২ রান করেন তিনি। শূন্য রানে আউট হন অধিনায়ক পল স্টার্লিং। মার্ক আডায়ার করেন ২৩ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা, জশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণোই। একটি উইকেট অর্শদীপ সিং-এর।
তবে আলাদা করে বলতেই হবে ক্যাপ্টেন বুমরার কথা। দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। তবুও দারুণ ছন্দে ভারতের অন্যতম সেরা পেস বোলার। প্রথম টি২০ ম্যাচে ২ উইকেট নেওয়ার পর রবিবারও ফের দুই উইকেট তুলে নিয়েছেন। দুই ম্যাচে মোট ৪ উইকেট। প্রথমবার আন্তর্জাতিক স্তরে ব্যাট করতে নেমে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। মারেন দু’টো
চার ও তিনটি ছক্কা। ২৬ বলে ৪০ রান করা সঞ্জু স্যামসন মারেন পাঁচটা চার ও একটা ছক্কা। শেষদিকে শিভম দুবে দারুণ ব্যাট করেন।