পঞ্চম টি২০ ম্যাচে ৮৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারাল ভারতীয় দল (Team India)। সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল রোহিত শর্মাদের (Rohit Sharma)। পঞ্চম ম্যাচ ছিল শুধুই নিয়ম রক্ষার। অধিনায়কত্বের দায়িত্ব রোহিত ছেড়ে দেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ঘাড়ে। দারুণ ভাবে সেই দায়িত্ব সামলেছেন ভারতের অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ফ্লোরিডার মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় উড়িয়ে দিল তাঁরা। তিন ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন হার্দিক। তিনটিতেই জিতেছেন তিনি। এই ধিরনের রেকর্ড খুব বেশি দেখা যায় না।
দারুণ ব্যাট করেন শ্রেয়াস আইয়ার
ব্যাট করতে নেমে ইশান কিশান ১৩ বলে ১১ রান করে আউট হলেও দারুণ ব্যাট করেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও দীপক হুডা (Deepak Hooda)। ৪০ বলে ৬৪ রান করেন আইয়ার। দুটো ছক্কা ও আটটা চার মারেন তিনি। ২৫ বলে ৩৮ রান করেন দীপক। ১১ বলে ১৫ রান করে ফেরেন সঞ্জু স্যামসন। ১৬ বলে ২৮ রান করে রান আউট হন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে ভারতীয় দল।
আরও পড়ুন: ঋদ্ধিমানের পথেই সুদীপ, বাংলা ছেড়ে কোথায় খেলবেন ওপেনার?
চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ওডেন স্মিথ। জেসন হোল্ডার, ডোমেনিক ড্রেকস হেডেন ওয়ালস একটি করে উইকেট তুলে নেন। যদিও উইকেট পাননি ওবেদ ম্যাককয় ও কেমো পল।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ হকিতে ব্রোঞ্জ জয় ভারতের মেয়েদের
১০০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ
জবাবে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার একাই ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তিনি আউট হতেই সব আশা শেষ হয় ক্যারেবিয়ানদের। ১৫ ওভার ৪ বলেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তাসের ঘরের মত ভেঙে পড়ে তাদের ইনিংস।
আরও পড়ুন: কুস্তিতে ব্রোঞ্জ জিতেও ক্ষমা চাইলেন পূজা, সান্ত্বনা মোদীর
একাই চার উইকেট তুলে নেন রবি বিষ্নোই। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলও তিন উইকেট তুলে নেন। স্পিনাররাই ভারতকে ১০ উইকেট এনে দেন।