India vs Australia 3rd ODI: আজ ভারত VS অস্ট্রেলিয়া, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Team India)। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ দখলে নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে নামছেন রোহিত শর্মারা।

Advertisement
আজ ভারত VS অস্ট্রেলিয়া, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • আজ তৃতীয় একদিনের ম্যাচ
  • মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Team India)। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ দখলে নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে নামছেন রোহিত শর্মারা।
 

কখন শুরু ম্যাচ?
রাজকোটে অনুষ্ঠিত হবে তৃতীয় একদিনের ম্যাচ। ভারতীয় দলের লক্ষ্য থাকবে এই ম্যাচে ভালো পারফর্ম করে হোয়াইট ওয়াশ করা। বিশ্বকাপের আগে এই ম্যাচে জয় পেলে রোহিতদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আজকের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টার সময়। ডে নাইট ম্যাচের টস হবে দুপুর একটায়। এই ম্যাচে যদিও হোয়াইট ওয়াশ নিয়ে এখন ভাবতে নারাজ ভারত অধিনায়ক। রোহিত বলেন, ‘হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। এটা দলের কারও মাথাতেই নেই। এটা ঠিক যে, আমরা ম্যাচটা জিততে চাই। হোয়াইটওয়াশ করতে পারলে ভালো লাগবে। তবে আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমাদের নজর তাই প্রক্রিয়াটায় রয়েছে।‘

কোথায় দেখা যাবে ম্যাচ?
জিও ব্যবহারকারীরা বিনা পয়সাতেই ম্যাচ দেখতে পারবেন। টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে ম্যাচ।  
বিশ্বকাপের আগে সমস্ত খামতি ঢেকে ফেলতে চাইছেন রোহিত। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিতে স্কোয়াডের খামতি ঢাকার ভালো সুযোগ থাকে। প্রথম ২টি ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, আরেকটা ম্যাচে প্রথমে ব্যাট করেছি। ২টি ম্যাচেই বড় রান করতে পেরেছি আমরা। আমাদের বোলাররা অসাধারণ বল করেছে ২টি ম্যাচেই। সুতরাং, ২টি ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি প্রচুর। তবে তৃতীয় ম্যাচে অনেকেই থাকবে না। নতুন কয়েকজন মাঠে নামবে। তাই এই ম্যাচ থেকে কী পেতে পারি, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। বিশ্বকাপের আগে কয়েকটি বিষয় দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচটিতে।‘ 


বিশ্বকাপের দলে না থাকলেও, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল চোট পাওয়ায়, তাঁর জায়গায় দলে এসে ভালো পারফর্মও করেছেন ভারতের অল রাউন্ডার। তবে তাঁর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এখনও নিশ্চিত নয়। তবে শেষ ম্যাচে তিনি জায়গা পান কিনা সেটা দেখার। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement