হতাশ টিম ইন্ডিয়াপ্রথম দুই টেস্টে হারের পর দারুণ ভাবে তৃতীয় টেস্টে জয় পেল অস্ট্রেলিয়া (India vs Australia)। তাও আবার ৯ উইকেটে। তৃতীয় দিনে শুরুতেই জয় তুলে নিল অজিরা। এই টেস্ট জেতার ফলে শীর্ষে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আমেদাবাদ টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে। তৃতীয় ম্যাচে প্রথম থেকেই অ্যাডভান্টেজে ছিল অজিরা। স্পিনিং উইকেটে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল।
হয়ত রোহিত শর্মা চেয়েছিলেন ভারতকে যাতে চতুর্থ ইনিংসে ব্যাট করতে না হয়। তবে তাতে লাভ হয়নি। কারণ, শুরুতে ব্যাট করতে নেমেও ১০৯ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। যদিও প্রথম দিনের শেষেই চার উইকেট তুলে নিয়ে ভারতকে কিছুটা লড়াইয়ে ফিরিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও ১৯৭ রানে সমস্ত উইকেট হারায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে ভারতও। আট উইকেট নেন নাথান লায়ন। জেতার জন্য মাত্র ৭৫ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। তৃতীয় দিনের শুরুতে ১ উইকেট হারালেও ম্যাচ জিততে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। তৃতীয় টেস্টে ভারতের হারের পাঁচ কারণ তুলে ধরল bangla.aajtak.in
স্পিন খেলার ব্যর্থতা
ভারতের ব্যাটাররা স্পিন খেলতে পারেন না! এই কথা আজ থেকে কয়েকবছর আগে শুনলেও কেউই বিশ্বাস করত না। তবে এখন এটাই সত্যি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একটাতেও বড় রান করতে পারেননি ভারতের ব্যাটাররা। প্রথম দুই ম্যাচে ভারতের স্পিনাররা ভাল বল করলেও ব্যাটাররা ব্যর্থ হন।
সোজা ব্যাটে না খেলা
চেতেশ্বর পূজারা ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই সোজা ব্যাটে খেলেননি। ভারত ব্যাটিং বিপর্যয়ের জন্যই হেরেছে। এটা স্কোরবোর্ড দেখেই পরিষ্কার। বারে বারে লায়নদের চাপে পড়ে বিভিন্ন ধরনের শট খেলতে শুরু করেন ভারতের টপ অর্ডার ব্যাটাররা। আর তার জেরেই বারেবারে আউট হন রোহিত, গিল, বিরাটরা। বিশেষজ্ঞরাও ভারতীয় ব্যাটারদের শট সিলেকশনের দিকেই আঙুল তুলছেন।
আরও পড়ুন: ইন্দোরে 'সিংহ-গর্জন', লায়নের ঘূর্ণির শিকার ৮ ভারতীয় ব্যাটার
স্টেপ আউট করতে না পারা
বল প্রায় ৭-৮ ডিগ্রি ঘুরছিল ইন্দোরের মাঠে। বলকে পড়তে দিলে সমস্যা হচ্ছিল ব্যাটারদের। সেই জন্যই স্পিন ভাঙার আগেই খেলার দরকার ছিল সেই বল। তবে তা করতে পারেনি ভারতের ব্যটাররা। এমন করতে গিয়ে বলের লাইন বুঝতে না পেরে আউট হয়েছেন গিল, অশ্বিনরা। তাঁরা এগিয়ে এলেও লাইন মিস করায় স্ট্যাম্প ও বোল্ড হতে হয় দুই ব্যাটারকে।
ডিআরএস নিয়ে সমস্যা
প্রথম ইনিংসে ডিআরএস নিয়ে সমস্যা হয়েছিল অস্ট্রেলিয়ারও। অনেকদিন পর অধিনায়কত্ব করতে নেমে স্টিভ স্মিথ বুঝতে পারেননি কোন আপিলের জন্য রিভিউ নেওয়া উচিত। ভুল করায় দুইবার রোহিত ও গিলের উইকেট নেওয়ার থেকে বঞ্চিত হন স্টার্ক। তবে এমন ভুল করে ভারতও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভুল করে ভারতীয় দল। রিভিউ এখনকার ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। তাই রিভিউ ঠিকভাবে নিতে না পারলে সমস্যায় পড়তে হয় দলকে। ভারতের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল।
আরও পড়ুন: ইন্দোর টেস্ট হারলেও WTC ফাইনালে যেতে পারবে টিম ইন্ডিয়া, কীভাবে?
উইকেটের ব্যবহার করতে না পারা
দ্বিতীয় ইনিংসে খুব বেশি রান হাতে না থাকায় সমস্যায় পড়তে হয় ভারতের বোলারদের। তবে কেন তাঁরা বারেবারে ফুল লেংথ বল করছিলেন তা বলা কঠিন। উইকেটে স্পিন ছিল। বল পড়ে ঘোরানোর সুযোগও ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগালেন না অশ্বিন, জাদেজারা। ফলে একটা সময় পর হাত খুলে খেলতে শুরু করে দেন অজি ব্যাটাররা। দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্পিনাররা দারুণভাবে উইকেট ব্যবহার করতে থাকেন।