scorecardresearch
 

India vs Australia: লজ্জার হার, রোহিতের সাফাই, 'আমাদের অ্যাটাকিং খেলা উচিত ছিল'

সাংবাদিক সম্মেলনে এসে ঘুরিয়ে দলের টপ অর্ডারের দিকেই আঙুল তুললেন রোহিত। সাহসী ব্যাটিং করতে না পারাতেই ডুবতে হয়েছে ভারতকে। এমনটাই মত রোহিতের। 

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা
হাইলাইটস
  • তৃতীয় টেস্টে ৯ উইকেটে হার ভারতের
  • হেরে সাফাই রোহিতের

তৃতীয় টেস্টে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে হারের পর আত্মসমালোচার সুর রোহিত শর্মার (Rohit Sharma) গলায়। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেও বড় রান করতে পারেনি টিম ইন্ডিয়া। আর সেটাই তাদের হারের মূল কারণ বলে মনে করেন ভারত (Team India) অধিনায়ক। তিন দিনেই শেষ হয়ে যাওয়া এই টেস্টের পর সাংবাদিক সম্মেলনে এসে ঘুরিয়ে দলের টপ অর্ডারের দিকেই আঙুল তুললেন রোহিত। সাহসী ব্যাটিং করতে না পারাতেই ডুবতে হয়েছে ভারতকে। এমনটাই মত রোহিতের। 

ব্যাটারদের আরও সাহসী হওয়ার পরামর্শ দিলেন রোহিত। ঋষভ পন্তকে (Rishabh Pant) যে মিস করছে ভারতীয় দল সেটাও বুঝিয়ে দিলেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, 'আমাদের আরও সাহসী হওয়া উচিত ছিল। যখন অজি বোলাররা লাগাতার সঠিক জায়গায় বল করে যাচ্ছিল তখন আমাদের সাহসী হওয়া উচিত ছিল। বিশেষ করে এমন কঠিন উইকেটে। আমরা প্রথম দুই টেস্টে এটা করতে পেরেছিলাম।' যদিও নাথান লায়নদের কৃতিত্ব ছোট করতে নারাজ রোহিত। দ্বিতীয় ইনিংসে আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া লায়নকে নিয়ে ভারত অধিনায়ক বলেন, 'আমি একটুও ছোট করছি না নাথান লায়নের কৃতিত্বকে। বারে বারে দারুণ লেংথে বল করে আমাদের ব্যাটারদের সমস্যায় ফেলেছে।'  

আরও পড়ুন: টপ অর্ডার লাগাতার 'ফেল', ইন্দোর টেস্টে ভারতের হারের ৫ কারণ

প্রথম দুই টেস্টে ভারত সহজে জিতলেও তৃতীয় টেস্টে মুখ থুবড়ে পড়ল ভারত। তবুও ঘরের মাঠে টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে সরাসরি কিছুই বলতে চাইলেন না রোহিত। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, 'প্রথম ইনিংসে ভাল শুরু করতে না পারলে সমস্যায় পড়তে হয়। আর এ ক্ষেত্রেও সেটাই হয়েছিল।' প্রথম ইনিংসে ভারতের ব্যাটাররা রান তুলতে না পারলেও, টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়ে আনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিং। তবুও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় রান পাননি ভারতের ব্যাটাররা। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে রোহিত বলেন, 'প্রথম ইনিংসে ওরা ৮০-৯০ রানে এগিয়ে ছিল। সেই জায়গা থেকে আমাদের দ্বিতীয় ইনিংসে বড় রান করার দরকার ছিল। মাত্র ৭৫ রানে এগিয়ে ছিলাম আমরা। আসলে প্রথম ইনিংসে বড় রান করতে পারলে ব্যাপারটা অন্য রকম হতে পারত।'

Advertisement

আরও পড়ুন: ইন্দোরে 'সিংহ-গর্জন', লায়নের ঘূর্ণির শিকার ৮ ভারতীয় ব্যাটার


এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবতে নারাজ রোহিত। আমেদাবাদ টেস্ট জিতে ফাইনালে যেতে হবে টিম ইন্ডিয়াকে। কীভাবে তা সম্ভব তা নিয়েই চিন্তা করছে টিম ইন্ডিয়া। রোহিত বলেন, 'এখনই ফাইনাল নিয়ে কিছু ভাবছি না। আমেদাবাদ টেস্টে খেলতে নামার আগে আমাদের ভাবতে হবে, প্রথম দুই টেস্টে আমরা কী কী ঠিক করেছিলাম। কেমন উইকেট থাকবে, তা নিয়ে না ভেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের কাজের ওপর ফোকাস করা। পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলতে হবে।''     

  

Advertisement