scorecardresearch
 

India vs Australia: ভারতের মাটিতে রোহিতদের হারানোর কৌশল তৈরি অস্ট্রেলিয়ার, আসছে ৩ 'ব্রহ্মাস্ত্র'

ফেব্রুয়রি মাসে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া (India vs Australia)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়াও (Australia)। তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ভারতে আসার আগে স্পিন বোলিং শক্তিশালী করতে চাইছে তারা।

Advertisement
রোহিত শর্মা ও প্যাট কামিন্স রোহিত শর্মা ও প্যাট কামিন্স
হাইলাইটস
  • ৩ স্পিনার নিয়ে আসছে অজিরা
  • এই সিরিজে জিততেই হবে ভারতকে

ফেব্রুয়রি মাসে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া (India vs Australia)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়াও (Australia)। তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ভারতে আসার আগে স্পিন বোলিং শক্তিশালী করতে চাইছে তারা।

তিন স্পিনার নিয়ে আসতে পারে অস্ট্রেলিয়া

ভারতের উইকেট ও পরিবেশের কথা মাথায় রেখে তিন স্পিন বোলার খেলাতে পারে অস্ট্রেলিয়া। নাথান লায়ন, অ্যাশটন অ্যাগার এবং ট্র্যাভিস হেডকে দিয়ে বল করাতে চান অধিনায়ক প্যাট কামিন্স। অর্থাৎ অস্ট্রেলিয়ার এই স্পিন ত্রয়ীকে নিয়ে সতর্ক থাকতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। 

আরও পড়ুন: ভারতের মাটিতে রোহিতদের হারানোর কৌশল তৈরি অস্ট্রেলিয়ার, আসছে ৩ 'ব্রহ্মাস্ত্র'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর প্যাট কামিন্স বলেছেন, 'ভারতের বিরুদ্ধে আমরা আমাদের সেরা দলকে মাঠে নামাতে চাই। এটা খুব বড় সিরিজ। অ্যাগার একজন বাঁহাতি স্পিন বোলার, ও অবশ্যই ভারতে যাবে। ভারতের উইকেট আলাদা এবং সেখানে এই ধরনের বোলাররা খুব কার্যকর হয়ে ওঠে।' দলের আরেক স্পিনার ট্র্যাভিস হেড সম্পর্কে কামিন্স বলেন, 'ট্র্যাভিস একজন অন্য ধরনের অফ স্পিনার এবং সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ওর পারফরম্যান্সে খুশি। হেডও দলের সঙ্গে ভারতে যাবে।' ভারত সফরের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাঠে নামানো হয়েছিল অ্যাশটন এগারকে। তিনি 22 ওভারে 58 রান দিয়েছেন এবং কোন উইকেট নিতে পারেননি। 

আরও পড়ুন: আবারও রোহিতদের নির্বাচক পদে চেতন, আর কারা থাকলেন?

ফিরতে পারেন গ্রিন
আঙুলের চোটের জন্য সিডনি টেস্ট থেকে বাদ পড়তে হয়েছিল ক্যামেরন গ্রিনকে। তবে ভারত সফরের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। আসলে অস্ট্রেলিয়া দলের জন্য কামিন্স খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ছয় নম্বরে খেলতে নেমে ব্যাট করার পাশাপাশি, ফাস্ট বোলিংও করেন গ্রিন। 

Advertisement

অস্ট্রেলিয়া দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়া দল এখন পর্যন্ত ১৫ টেস্টের মধ্যে ১০টিতেই জিতেছে ৭৫.৫৬ শতাংশ পেয়েছে তারা। ভারতীয় দল এখন দুই নম্বরে রয়েছে। টিম ইন্ডিয়া ১৪টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে। ৫৮.৯৩ শতাংশ পেয়েছেন রোহিতরা।  

Advertisement