Team India: আবারও রোহিতদের নির্বাচক পদে চেতন, আর কারা থাকলেন?

আবারও নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসলেন চেতন শর্মা (Chetan Sharma)। শনিবার বিকেলে টু্যইট করে এই খবর জানাল বিসিসিআই (BCCI)। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের ব্যর্থতার পর থেকেই নানা ধরনের কাটাছেড়া শুরু হয়। সেই সময়ই নির্বাচক কমিটির চেয়াম্যান পদ থেকে বাদ পড়তে হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

Advertisement
আবারও রোহিতদের নির্বাচক পদে চেতন, আর কারা থাকলেন?চ্চেতন শর্মা
হাইলাইটস
  • আবারও প্রধান নির্বাচক চেতন
  • জায়গা হল না আগারকারদের

আবারও নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসলেন চেতন শর্মা (Chetan Sharma)। শনিবার বিকেলে টু্যইট করে এই খবর জানাল বিসিসিআই (BCCI)। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের ব্যর্থতার পর থেকেই নানা ধরনের কাটাছেড়া শুরু হয়। সেই সময়ই নির্বাচক কমিটির চেয়াম্যান পদ থেকে বাদ পড়তে হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। সেই সময় শোনা গিয়েছিল, নির্বাচক কমিটিতে আসতে পারেন আরেক প্রাক্তন ক্রিকেটার অজিত আগারকার। তবে তা হয়নি। 

টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক কমিটি
১. চেতন শর্মা (চেয়ারম্যান)
২. শিব সুন্দর দাস
৩. সুব্রত ব্যানার্জি
৪. সলিল আনকোলা
৫. শ্রীধরন শরথ 

সামনে বড় চ্যালেঞ্জ
টি২০ বিশ্বকাপে দল ব্যর্থ হলেও, এই বছরেই অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেখানে সঠিক দল নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, শ্রীলঙ্কার পর ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ দারুণ গুরুত্বপূর্ণ। একের পর এক কঠিন সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে সামনে। তাই সঠিক টিম কম্বিনেশন তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। 

বিসিসিআই শনিবার ঘোষণা করেছে, সুলক্ষনা নায়ক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি নতুন সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি নিয়োগ করেছে। এর জন্য প্রায় ৬০০ জন আবেদন করেন। যার থেকে পরে ১১ জনকে বেছে নেওয়া হয়। তাদের সবার ইন্টারভিউ নেওয়া হয়। অবশেষে এই পাঁচজনকে সিনিয়র সিলেকশন কমিটির জন্য বাছাই করেছে উপদেষ্টা কমিটি।  

আরও পড়ুন: এশিয়া কাপের সূচী নিয়ে অসন্তোষ PCB-র, কড়া জবাব জয় শাহদের

আগের নির্বাচক কমিটি বড় কোনো সাফল্য এনে দিতে পারেনি টিম ইন্ডিয়াকে। এশিয়া কাপ, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পরাজয় ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে পরাজয় নিয়ে ফ্যানরা অবাক। নির্বাচক কমিটিকে নিয়েও প্রশ্ন তোলেন সাধারণ ফ্যানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে টিম ইন্ডিয়ার হেরে বিদায় নেওয়ার পর বিসিসিআই নির্বাচক কমিটিকে সরিয়ে দিয়েছিল। 

Advertisement

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে বাদ গিল? কেমন হতে পারে দল

প্রাক্তন ক্রিকেটার প্রধান নির্বাচক এবং নির্বাচক কমিটিতে থাকার দৌড়ে ছিলেন। শুরুতে মনে করা হচ্ছিল যে ভেঙ্কটেশ প্রসাদ, অজিত আগরকারের মতো নামও টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হতে পারেন। তবে সবাইকে অবাক করে চেতন শর্মাকে আবার প্রধান নির্বাচকের পদ দেওয়া হয়েছে।   

POST A COMMENT
Advertisement