scorecardresearch
 

India vs Bangladesh 1st Test: 'বউ, গার্লফ্রেন্ডরা কল করছিল', ভারতে বাংলাদেশ হারতেই ট্রোল শান্তরা

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বড় ব্যবধানে জেতার পরেই ট্রোলের শিকার নাজমুল হোসেন শান্তরা। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রোহিতদের সতর্ক করেছিল বাংলাদেশ। আর তার জেরেই হারের পর কোথা শুনতে হচ্ছে তাঁদের। অনেকেই বলছেন, এটা পাকিস্তান নয়, ভারত। মাথায় রাখতে হবে। 

Advertisement
বাংলাদেশের হারের পর তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের হারের পর তোলপাড় সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বড় ব্যবধানে জেতার পরেই ট্রোলের শিকার নাজমুল হোসেন শান্তরা। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রোহিতদের সতর্ক করেছিল বাংলাদেশ। আর তার জেরেই হারের পর কোথা শুনতে হচ্ছে তাঁদের। অনেকেই বলছেন, এটা পাকিস্তান নয়, ভারত। মাথায় রাখতে হবে। 

সবচেয়ে বেশি ট্রোলড হচ্ছেন লিটন দাস। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেও, ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে তাঁর ব্যাট। ২৮০ রান হারের মুখে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পর, ভারতকেও শাকিবরা বেগ দেবেন এমনটা মনে করা হয়েছিল। বাংলাদেশ দলও হুঙ্কার দিয়েছিল। তবে চেন্নাইয়ে অন্তত তেমনটা হয়নি। চতুর্থ দিনে প্রথম সেশনেই জয় পেল ভারতীয় দল।

প্রথম ইনিংসে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়েছিল ভারতীয় ব্যাটিং বিভাগ। এমন পরিস্থিতিতে দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। আবার দ্বিতীয় ইনিংসে তাঁদের ঘূর্ণিতেই শেষ হয় বাংলাদেশ। 

ব্যাটে-বলে অশ্বিন, জাডেজার দুর্দান্ত পারফরম্যান্স, বোলিংয়ে সার্বিক পারফরম্যান্স, ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ, শুভমন গিলের সেঞ্চুরি। অলরাউন্ড পারফরম্যান্সে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। তাও আবার মাত্র সাড়ে তিন দিনেই। ভারতীয় দলের কোচ হিসেবে এটিই প্রথম টেস্ট ছিল গৌতম গম্ভীরের। প্রথম টেস্ট পরীক্ষায় ফুল মার্কস গম্ভীরের টিমেরে। প্রথম ম্যাচ জিতেই দ্বিতীয় টেস্টের ভাবনা শুরু। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার স্কোয়াডও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কানপুর টেস্টের স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।

Advertisement