scorecardresearch
 

Virat Kohi: টেস্টের আগে মেজাজে বিরাট, ক্যামেরা দেখে কী করলেন কোহলি? VIDEO

এই টেস্ট ম্যাচের জন্য কোহলিও কঠোর অনুশীলন করছেন। বিরাট কোহলির একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে তাঁকে কাঁধে কিট ব্যাগ নিয়ে অনুশীলন শেষে শুভমান গিলের সঙ্গে ফিরতে দেখা যায়। এজবাস্টনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

Advertisement
বিরাট কোহলি (টুইটার) বিরাট কোহলি (টুইটার)
হাইলাইটস
  • দারুণ মেজাজে বিরাট
  • শুক্রবার থেকে শুরু টেস্ট

শুক্রবার (১ জুলাই) থেকে এজবাস্টনে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ। এই ম্যাচে ভারতীয় ভক্তদের চোখ থাকবে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) দিকে। লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন কোহলি। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে প্রত্যাশা একটু বেড়েছে। তবে পঞ্চম টেস্টে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের বল সামলাতে হবে তাঁকে। 

এই টেস্ট ম্যাচের জন্য কোহলিও কঠোর অনুশীলন করছেন। বিরাট কোহলির একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে তাঁকে কাঁধে কিট ব্যাগ নিয়ে অনুশীলন শেষে শুভমান গিলের সঙ্গে ফিরতে দেখা যায়। এজবাস্টনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

এই ভিডিওতে একটি ক্যামেরা ক্রমাগত বিরাট কোহলিকে অনুসরণ করছে। যার কারণে বিরাট কোহলি এক মুহূর্ত থেমে ক্যামেরার সামনে বলেন, 'কী খবর?' ভিডিওটির ক্যাপশনও বেশ মজার, 'রাজার সঙ্গে হাঁটুন, আমার জীবন সার্থক হল।'

আইপিএলে খারাপ পারফরম্যান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ বিরাট কোহলি বিশেষ কিছু করতে পারেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ২৩.৭৩ গড়ে ১৬ ম্যাচে কোহলি মাত্র ৩৪১ রান করতে পেরেছেন। যার মধ্যে দুটি অর্ধ শতরানের ইনিংস রয়েছে। বিশেষ ব্যাপার হল বিরাট কোহলিও তিনবার 'গোল্ডেন ডাক'-এর শিকার হয়েছিলেন।

আইপিএল-এর পর ক্রিকেট থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন বিরাট। বিসিসিআই-ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিল। তাই ভারতের প্রাক্তন অধিনায়কও ছুটিতেই ছিলেন। টেস্ট ম্যাচের পরেই ভারত তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। সেখানেও প্রথম ম্যাচে বিরাটদের ছাড়াই নামতে পারে ভারত। 

Advertisement

আরও পড়ুন: 'বিপদজ্জনক নজির,' IPL-কেই কাঠগড়ায় তুলছেন প্রাক্তন ইংরেজ বোলার

সেঞ্চুরির অপেক্ষায় কোহলি

যাই হোক, ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরি খরা অব্যহত রয়েছে। অনেক দিন আগে শেষবার সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এই সময় বাংলাদেশের বিরুদ্ধে ডে-নাইট টেস্টে কলকাতার ইডেন গার্ডেনে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর থেকে সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি।

Advertisement