scorecardresearch
 

India vs Sri Lanka: দাসুন শনাকার বিরুদ্ধে ম্যানকাডিং-এর আপিল করলেন না রোহিত, কেন?

দারুণ কাজ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নন স্ট্রাইকিং এন্ডে রান আউট হওয়া দাশুন শনকার (Dasun Shanaka) বিরুদ্ধে আপিল ফিরিয়ে নিলেন তিনি। শ্রীলঙ্কার (India vs Sri Lanka) ইনিংসের শেষ ওভারে দেখা গেল এমনই দৃশ্য। সেই সময় ৯৮ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আউট করেন শামি, রোহিত শর্মা আউট করেন শামি, রোহিত শর্মা
হাইলাইটস
  • আপিল করলেন না রোহিত শর্মা
  • সেঞ্চুরি করলেন শনকা

দারুণ কাজ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নন স্ট্রাইকিং এন্ডে রান আউট হওয়া দাশুন শনকার (Dasun Shanaka) বিরুদ্ধে আপিল ফিরিয়ে নিলেন তিনি। শ্রীলঙ্কার (India vs Sri Lanka) ইনিংসের শেষ ওভারে দেখা গেল এমনই দৃশ্য। সেই সময় ৯৮ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

কী ঘটেছিল?
শেষ ওভারে বল করতে আসেন মহম্মদ শামি (Mohammad Shami)। সেই ওভারের তৃতীয় বলে এক রান নেন শনকা। চতুর্থ বল ৯৮ রানে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়েছিলেন তিনি। জেতার আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তবে শেষ অবধি নিজে ১০০ করতে পারলে পরের ম্যাচে আরও আত্মবিশ্বাস নিয়ে নামা জাবে। তাই সেঞ্চুরি করতে মরিয়া হয়ে উঠেছিলেন শনকা। তবে নন স্ট্রাইকিং এন্ডে থাকলে তো সেঞ্চুরি করা হবে না। সেই জন্য স্ট্রাইকিং এন্ডে যেতে হবে। সেই জন্যই চতুর্থ বলে এক রান নেওয়ার চেষ্টা করেন শনকা। সেই সময় ক্রিজের বাইরে বেরিয়ে যান তিনি। রান আপ নিতে নিতেই তা দেখে নেন শামি। বল করার আগেই শনকাকে রান আউট করেন ভারতের ফাস্ট বোলার।

আরও পড়ুন: IPL-এ পন্ত না থাকায় সমস্যা হবে DC-র? যা বললেন সৌরভ...

কেন আপিল করলেন না রোহিত?
প্রথমে আপিল করলেও রোহিত শর্মা সেই আপিল তুলে নেন। পঞ্চম বলে চার মেরে সেঞ্চুরি করেন শনকা। শেষ বলে একটা ছক্কাও মারেন তিনি। ম্যাচের পরে ভারত অধিনায়ক জানালেন আপিল তুলে নেওয়ার কারণ। তিনি বলেন, '"শামি আপিল করতে চেয়েছিল। কিন্তু শনকা তখন ৯৮ রানে ব্যাট করছে। দারুণ হ্যাট করছিল। এভাবে ওকে আউট করার কোনও মানেই হয় না। আউট করলে, যেভাবে আমাদের পরিকল্পনা ছিল সেভাবে করতে চাই। এটা আমাদের প্ল্যানে ছিল না। সেই জন্যই এমন সিদ্ধান্ত।' 

Advertisement

আরও পড়ুন:ব্যর্থ শনকার লড়াই, শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারাল ভারত

আরও ভাল বলা করা উচিত ছিল
ভারত অধিনায়ক মনে করেন, আরও ভাল বল করা উচিত ছিল তাদের। তিনি বলেন, ''আমরা একটু ভালো বোলিং করতে পারতাম। তবে আমি এটা নিয়ে খুব বেশি সমালোচনা করতে চাই না। .মাঠে শিশির ততটা না থাকলেও বল করা বেশ কঠিন ছিল। বল হাতে আমরা উইকেট পাওয়ায় কাজটা সহজ হয়েছিল।"

Advertisement