শুক্রবার (১১ ফেব্রুয়ারি) টিম ইন্ডিয়া তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। ভারতীয় দল প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে তৃতীয় ওয়ানডেতে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেতে পারেন দুই ভারতীয় ক্রিকেটার। তাদের মধ্যে একজন ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় (Ruturaj Gaikwad) এবং অন্যজন ফাস্ট বোলার আভেশ খান (Avesh Khan)। টিম ইন্ডিয়ার হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও একদিনের ম্যাচে সুযোগ পাননি ঋতুরাজ। সিরিজের শেষ ম্যাচে নিজেকে প্রামাণ করতে চাইবেন ভারতের এই ব্যাটার।
অভিষেক হতে পারে ফাস্ট বোলার আভেশের
ঋতুরাজের মতোই এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ফাস্ট বোলার আভেশ খান। এর আগেও কিছু সিরিজের জন্য তিনি টিম ইন্ডিয়াতে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আভেশ অভিষেকের সুযোগ পাননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও আভেশকে দলে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু অনুশীলনে চোটের কারণে তিনি বাদ পড়েছিলেন। শেষ একদিনের ম্যাচে আভেশ টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করতে পারেন বলে মনে করা হচ্ছে।
রোহিতের সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ইশান কিষান। দ্বিতীয় ম্যাচে ঋষভ পান্তকে সঙ্গে নিয়ে নামেন রোহিত। এখন তৃতীয় ওয়ানডেতে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে। দ্বিতীয় একদিনের ম্যাচে জেতার পরেই ধাওয়ানের ওপেন করার ব্যাপারে জানান ভারত অধিনায়ক। ঋতুরাজ ও আভেশ ছাড়াও ফাস্ট বোলিং অলরাউন্ডার দীপক চাহার এবং স্পিনার কুলদীপ যাদবও প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। এজন্য প্রথম দুই ওয়ানডে খেলা শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দরকে বিশ্রাম দেওয়া হতে পারে।
আরও পড়ুন: মেগা নিলামে সাত ক্রিকেটারকে নিতে চাইছে দিল্লি ক্যাপিটালস
আরও পড়ুন : 'দৌড়চ্ছিস না কেন?' মাঠেই চাহালকে ধমক রোহিতের, Video
তৃতীয় একদিনের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), দীপক হুডা, দীপক চাহার, কুলদীপ যাদব, আভেশ খান এবং প্রমুখ কৃষ্ণ।